PM Kisan: শীঘ্রই আসতে চলেছে যোজনার টাকা, ‘এই’ কৃষকরা পাবেন না টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
যে কৃষকরা এই জরুরি কাজ করবেন না, তাঁরা ১৬ তম কিস্তির ২০০০ টাকা পাবেন না ৷
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার (Pradhan Mantri kisan Samman Nidhi Yojna) ইতিমধ্যেই ১৫টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ এখন ১৬ তম কিস্তির টাকার অপেক্ষায় রয়েছে দেশের কোটি কোটি কৃষকরা ৷ কৃষকদের আর্থিক সাহায্যের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেছিল কেন্দ্র সরকার ৷ যোজনায় কৃষদের বছরে ৬০০০ টাকা দেওয়া হয় ৷
advertisement
2/8
বর্তমানে যোজনার সুবিধাভোগীদের কেওয়াইসি (PM Kisan e-KYC) করা বাধ্যতামূলক করে দিয়েছে । যে কৃষকরা এই জরুরি কাজ করবেন না, তাঁরা ১৬ তম কিস্তির ২০০০ টাকা পাবেন না ৷
advertisement
3/8
পিএম কিষান যোজনায় দুর্নীতি রুখতে ইকেওয়াইসি করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ জমির কাগজপত্র জমা দিতে হবে ৷ সরকারের তরফে কড়া পদক্ষেপ নেওয়ার জেরে ১১তম কিস্তির পর থেকেই যোজনার সুবিধাভোগীদের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে ৷
advertisement
4/8
১১ তম কিস্তির টাকা প্রায় ১০ কোটির বেশি কৃষকরা পেয়েছিলেন ৷ ১২তম কিস্তির সুবিধআভোগীদের সংখ্যা ২ কোটি কমে ৮ কোটি হয়ে গিয়েছিল ৷ এরপর অবশ্য ১৩তম কিস্তির সুবিধাভোগীদের সংখ্যা কিছুটা বেড়ে ৮.২ কোটি হয়েছিল ৷ ১৪তম কিস্তির সুবিধাভোগীদের সংখ্যা ৮.৫ কোটি ছিল ৷
advertisement
5/8
কেওয়াইসি করা বাধ্যতামূলক -
advertisement
6/8
পিএম কিষানের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক ৷ ওটিপি-র মাধ্যমে কেওয়াইসি-র সুবিধা পিএম কিষান পোর্টালে পাওয়া যাবে ৷ বায়োমেট্রিক কেওয়াইসি-র জন্য নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যোগাযোগ করতে হবে ৷
advertisement
7/8
বাড়িতে বসে এই ভাবে করুন ই-কেওয়াইসি-
advertisement
8/8
পিএম কিষান ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে স্মার্টফোনে ইকেওয়াইসি করা যাবে ৷ এর জন্য প্রথমে http://pmkisan.gov.in ওয়েবসাইটে যেতে হবে ৷ ফার্মাস কর্ণারের নীচে ইকেওয়াইসি অপশনে ক্লিক করতে হবে ৷ এখানে আধার নম্বর দিতেই আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে ৷ ওটিপি দিতেই ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ হবে ৷