কয়েক লক্ষ টাকা ফিক্সড রয়েছে ? ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে আপনার টাকার কী হবে? ফেরত পাবেন না ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর কার্যকরী নীতি এই নিশ্চয়তা প্রদান করে যে, গ্রাহকদের ডিপোজিট নিরাপদেই রয়েছে।
advertisement
1/8

বিনিয়োগের বিষয় উঠলে প্রথমেই ব্যাঙ্কের কথা মাথায় আসে। বিনিয়োগের জন্য মূলত বিভিন্ন ধরনের মাধ্যম রয়েছে ব্যাঙ্কে। এর মধ্যে অন্যতম হল ফিক্সড ডিপোজিট (এফডি), রেকারিং ডিপোজিট (আরডি)। আবার নিজেদের টাকা সঞ্চয় করার জন্য রয়েছে সেভিংস অ্যাকাউন্ট।
advertisement
2/8
আর মূল্যবান গয়না যেহেতু বাড়িতে রাখা নিরাপদ নয়, তাই ব্যাঙ্কের লকারেই তা রাখা হয়। কিন্তু সেই ব্যাঙ্কের লাইসেন্স যদি বাতিল হয়ে যায়! কিংবা ব্যাঙ্ক বন্ধ যায়! তাহলে গ্রাহকদের বিনিয়োগ করা কিংবা জমিয়ে রাখা অর্থ, অলঙ্কারের কী হবে?
advertisement
3/8
বিশেষজ্ঞদের বক্তব্য, ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার অর্থ হল ব্যাঙ্কের কাজ সম্পূর্ণ রূপে বন্ধ করে দেওয়া। ব্যাঙ্কের সম্পদ তার ঋণ পরিশোধের জন্য লিক্যুইডেট করা হবে। যদি ব্যাঙ্কে টাকা থাকে, তাহলে সেই টাকা হয়তো গ্রাহক তুলে নিতে পারবেন। আসলে ব্যাঙ্কের আর্থিক পরিস্থিতির উপর এই টাকা তোলার বিষয়টা নির্ভর করবে।
advertisement
4/8
এটা জেনে রাখা জরুরি যে, ব্যাঙ্কের ডিপোজিট সাধারণত সরকার দ্বারা বিমা করা থাকে। তাই গ্রাহকেরা অর্থ রিকভার করতে পারবেন। কিন্তু এই ধরনের বিষয় এড়াতে বিভিন্ন ব্যাঙ্কে কিছু সেভিংস করা বুদ্ধিমানের কাজ।
advertisement
5/8
ব্যাঙ্কের লাইসেন্স বাতিল হলে ফিক্সড ডিপোজিটের কী হবে, সেই প্রসঙ্গেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আসলে এফডি হল নিরাপদ বিনিয়োগ মাধ্যম। কিন্তু এখানে বিনিয়োগ করার আগে যথেষ্ট পড়াশোনা করে নিতে হবে।
advertisement
6/8
এটা জানা জরুরি যে, ব্যাঙ্কের লাইসেন্স যদি বাতিল হয়ে যায়, তাহলে এফডি-র কী হবে? প্রথমেই মনে রাখা জরুরি যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর কার্যকরী নীতি এই নিশ্চয়তা প্রদান করে যে, গ্রাহকদের ডিপোজিট নিরাপদেই রয়েছে। সমস্ত ব্যাঙ্কের জন্যই ডিপোজিট ইনস্যুরেন্স বাধ্যতামূলক করে দিয়েছে আরবিআই। ফলে সব ব্যাঙ্ককে এটা মেনে চলতেই হবে।
advertisement
7/8
এর অর্থ হল, ব্যাঙ্কের কিছু হলে এমনকী ব্যাঙ্ক বন্ধ হলে, লিক্যুইডেটেড হলে কিংবা অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে যুক্ত হয়ে গেলেও গ্রাহকের অর্থ সুরক্ষিতই থাকবে।
advertisement
8/8
নিয়ম অনুযায়ী, প্রত্যেক আমানতকারীর সেভিংস, ফিক্সড, কারেন্ট এবং রেকারিং ডিপোজিটের জন্য ১ লক্ষ টাকা পর্যন্ত বিমা করা হয়। এর মধ্যে আসল এবং সুদের পরিমাণ উভয়ই অন্তর্ভুক্ত থাকে। আর পাবলিক, প্রাইভেট, কো-অপারেটিভ অথবা বিদেশি (ভারতে যাদের শাখা রয়েছে) - যে কোনও ব্যাঙ্কের ক্ষেত্রেই এই ডিপোজিট ইনস্যুরেন্সের সুবিধা পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কয়েক লক্ষ টাকা ফিক্সড রয়েছে ? ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে আপনার টাকার কী হবে? ফেরত পাবেন না ?