TRENDING:

ICICI ব্যাঙ্ক লঞ্চ করল InstaBIZ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে আরও সহজ

Last Updated:
advertisement
1/6
ICICI ব্যাঙ্ক লঞ্চ করল InstaBIZ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে আরও সহজ
MSMEs আর স্বনির্ভর গ্রাহকদের জন্য নতুন একটি পরিষেবা চালু করল ICICI ব্যাঙ্ক। এই পরিষেবার সাহায্যে খুব সহজেই ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত লেনদেন করতে পারবেন ডিজিটালি।
advertisement
2/6
নতুন এই পরিষেবারটির নাম InstaBIZ। এতে গ্রাহকরা 115 টির বেশি প্রোডাক্ট আর পরিষেবা উপভোগ করতে পারবে তাঁদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যাঙ্কিং প্ল্যাটফর্মে।
advertisement
3/6
এর সাহায্যে এখন MSMEs-রা ব্যাঙ্কে না গিয়েই ব্যাঙ্কের কাজ সেরে ফেলতে পারবেন খুব সহজেই অন্য কাজ করতে করতে।
advertisement
4/6
এই প্রথম এমন কোন ডিজিটাল প্ল্যাটফর্ম এসেছে ব্যবসা-বাণিজ্যের জন্য যাতে এক সঙ্গে অনেকগুলি পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা। এতে গ্রাহকরা পেয়ে যাবে- ইনস্ট্যান্ট ওভারড্রাফট (১৫ লক্ষ টাকা পর্যন্ত), ব্যবসা-বাণিজ্যের জন্য লোণ, বাল্ক কলেকশন ও পেমেন্টের মতো পরিষেবা।
advertisement
5/6
এই প্রথম কোনও ডিজিটাল বাঙ্কিং প্ল্যাটফর্ম থেকে গ্রাহকরা এক ক্লিকেই GST পেমেন্ট করতে পারবে চালান নম্বর ব্যবহার করে। এছাড়াও গ্রাহকরা Point-of-Sale মেশিন আর ইনস্ট্যান্ট মেরিন ইন্সুরেন্স পলিসির জন্যও অ্যাপ্লাই করতে পারবে।
advertisement
6/6
যেই MSMEs-রা এই ব্যাঙ্কের গ্রাহক নন তাঁরাও এই InstaBIZ অ্যাপটি ডাউনলোড করে এর পরিষেবা উপভোগ করতে পারবে। এরাও খুব সহজেই ১০ লক্ষ টাকার ওভার ড্রাফট ফ্যাসিলিটি পেয়ে যাবেন ব্যাঙ্কের স্টেটমেন্ট আর KYC ডিটেল দিয়ে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ICICI ব্যাঙ্ক লঞ্চ করল InstaBIZ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন হবে আরও সহজ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল