Hyundai Venue - চকাচক নতুন গাড়ির মডেল লঞ্চ, দুর্দান্ত ফিচার্স ,রইল দাম
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
হুন্ডাই ইন্ডিয়া ভারতে ভ্যেনু এন লাইন লঞ্চ করেছে৷ এর শুরুর দাম ১২.১৬ লক্ষ টাকা৷ আর এর N8 মডেলের দাম ১৩.১৫ লক্ষ টাকা এক্স শোরুম হয়৷
advertisement
1/5

#কলকাতা: হুন্ডাই ভ্যেনুর এন লাইন দুটি সিঙ্গল টোন কালার অপশন, পোলর হোয়াইট এবং শ্যাডো গ্রে -তে পাওয়া যাবে৷ এসইউভি ডুয়াল টোন কালার থিমেও পাওয়া যায়৷ দুটি ডুয়াল টোন বাইরের রঙের বিকল্প হবে৷ যাতে ফ্যান্টম ব্ল্যাক রুফের সঙ্গে পোলার হোয়াইট এবং ব্ল্যাক রুফ এবং থান্ডার ব্লু কম্বিনেশন হয়৷ থান্ডার ব্লু কালার অপশনে সিঙ্গল টোনে পাওয়া যাবে না৷ তিনটি আলাদা আলাদা ডুয়াল টোন থিমের হয়৷
advertisement
2/5
এই কথা দাবি করা হচ্ছে স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই ভ্যারিয়েন্টে ৩০-র বেশি বদল আনা হয়েছে৷ এটা বাইরে আর ভেতরে দুই দিকেই বদল দেখতে পাওয়া যাবে৷ এই ১.০ লিটার তিন সিলিন্ডর ইনলাইন ডিওএইচসি পেট্রল ইঞ্জিনের সঙ্গে আসছে৷ এটা হুন্ডাইয়ের i20 তে হ্যাচব্যাকেও পাওয়া যায়৷
advertisement
3/5
Venue N লাইন iMT ট্রান্সমিশনের সঙ্গে আসে না৷ গাড়ির প্যাডেল শিফটার হয়৷ কোম্পানির দাবি এটা এসইউভি WRC গাড়ির মতো৷ কিন্তু দিনের অবস্থায় দেখানো হয়৷ এতে একটা শানদার এগজস্ট নট আছে৷
advertisement
4/5
এতে ডুয়াল এগজস্ট পাইপ, ডুয়াল টোন বাম্পার, ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালয় হুইল, রেড ব্রেক কলিপর্স, রেড অ্যাম্বিয়েন্ট লাইট, লেদার সিটের সুবিধা পাওয়া যাবে৷ কেবিনের ভিতরে এতে স্পোর্টস কারের মতো সুবিধাও থাকবে৷ একটি ইন লাইন বিশিষ্ট স্টিয়ারিং হুইল এবং বিশেষ ব্র্যান্ডিং-র সঙ্গে গিয়ার শিফটার আছে৷
advertisement
5/5
হুন্ডাইয়ের দাবি এতে ৩০-র বেশি অ্যান্ডবাস সেফটি ফিচারের সঙ্গে আসবে৷ সঙ্গে এসইউভি আট ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম বানানো হয়েছে৷ ডুয়াল ক্যামেরার সঙ্গে ফার্স্ট ক্যাটাগরির ড্যাশক্যাম এতে আরও সুন্দর করে তুলেছে৷ এই ভ্যেনু এন লাইন ৬০-র বেশি কানেক্টেড ফিচার্সের সঙ্গে যুক্ত৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hyundai Venue - চকাচক নতুন গাড়ির মডেল লঞ্চ, দুর্দান্ত ফিচার্স ,রইল দাম