২০০০ টাকার নোট বাতিলের পর ধুম পড়েছে সোনা কেনার, দোকানে উপচে পড়ছে ভিড়!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সোনার দোকানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। নগদ ২০০০ টাকার নোটে সোনা কেনার ধুম পড়ে গিয়েছে।
advertisement
1/6

গত শুক্রবার ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারপর থেকেই সোনার দোকানে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। নগদ ২০০০ টাকার নোটে সোনা কেনার ধুম পড়ে গিয়েছে।
advertisement
2/6
কলকাতা, দিল্লি হোক কিংবা মুম্বই, গুজরাত – সর্বত্র একই দৃশ্য। বড় বড় জুয়েলারি দোকানে মেশিনে ২০০০ টাকার নোট গুণছেন কর্মীরা। একজন তো বলেই ফেললেন, ‘সকাল থেকে গোলাপি নোট গুণে যাচ্ছি। নাওয়া-খাওয়ার সময় পাচ্ছি না’।
advertisement
3/6
চাটার্ড অ্যাকাউন্টেন্ট মেহুল শাহ বলেন, সুরাতের বাজারে জুয়েলারি দোকানগুলো প্রিমিয়ামে সোনা বিক্রি করছে। তাঁর কথায়, ‘হাতে নগদ টাকা থাকলেও দোকানে ১০ শতাংশ প্রিমিয়ামে সোনা বিক্রি হচ্ছে। এর থেকে স্পষ্ট, সাধারণ মানুষের চোখে গোলাপি নোট এখন কালো টাকা’।
advertisement
4/6
এই ঘটনাকে সন্দেহের চোখে দেখছেন আরেক চাটার্ড অ্যাকাউন্টেন্ট মিহির মোদি। তাঁর মতে, যাঁদের কাছে বেহিসেবি ২০০০ টাকা নোট আছে তাঁরাই প্রিমিয়ামে সোনা কিনছেন। মিহিরের প্রশ্ন, ‘কোথা থেকে ২০০০ টাকার নোট এল, যদি তার সঠিক হিসেব থাকে তাহলে আমি কেন প্রিমিয়াম দিয়ে সোনা কিনব? আমি এই টাকা ব্যাঙ্কে জমা দেব এবং ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে সোনার জন্যে অর্থ প্রদান করব। ব্যস’।
advertisement
5/6
এই নিয়ে ট্যুইটারেও জোর আলোচনা চলছে। এক ব্যবহারকারী লিখেছেন, ‘যারা ২০০০ টাকার নোট জমিয়ে রেখেছিল, মনে হচ্ছে সোনা কিনছে’। সঙ্গে তিনি যোগ করেন, ‘… গতকাল থেকে সোনার দাম উর্ধ্বমুখী। কিন্তু ২০০০ টাকার নোট বাতিলের ঘোষণা সাধারণ মানুষকে অসুবিধায় ফেলেনি’। ময়ঙ্ক পটেল নামের এক অ্যাকাউন্টেন্ট আহমেদাবাদের একটি সোনার দোকানের বিজ্ঞাপন শেয়ার করেছেন। সেখানে লেখা হয়েছে, ‘কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ২০০০ টাকার নোটে সোনা কিনুন’। তিনি লিখেছেন, ‘আহমেদাবাদে এভাবে বিজ্ঞাপন দিচ্ছে। উল্লেখ করে দেওয়া হচ্ছে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই’।
advertisement
6/6
বিশেষজ্ঞরা বলছেন, সোনা, বিলাসবহুল আইটেম, আসবাবপত্র ইত্যাদির চাহিদা বাড়বে। কারণ যাঁদের কাছে ২০০০ টাকার নোট রয়েছে তাঁরা সেগুলো বাজারে ছড়িয়ে দিতে চাইবেন। ফলে চাহিদার স্বল্পমেয়াদি বৃদ্ধি হবে। অনেকে সোনাতেও বিনিয়োগ করবেন। প্রভাব পড়বে রিয়েল এস্টেটেও।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
২০০০ টাকার নোট বাতিলের পর ধুম পড়েছে সোনা কেনার, দোকানে উপচে পড়ছে ভিড়!