TRENDING:

দেশে মন্দার প্রভাব এবার ব্যাঙ্কিং সেক্টরেও? ১৫০ কর্মীকে ছাঁটাই করল এই ব্যাঙ্ক

Last Updated:
অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রে ৷ যার ফল কর্মী ছাঁটাই ৷ ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াস সেক্টরের ওপরও এখন ঝুলছে তরোয়াল ৷ ছাঁটাইয়ের কোপে কর্মীরা ৷
advertisement
1/6
দেশে মন্দার প্রভাব এবার ব্যাঙ্কিং সেক্টরেও? ১৫০ কর্মীকে ছাঁটাই করল এই ব্যাঙ্ক
অটোমোবাইল, FMGC-এর পর এবার কর্মী ছাঁটাইয়ের খাঁড়া ব্যাঙ্কিং সেক্টরেও ৷ ১৫০ কর্মীকে ‘পিঙ্ক স্লিপ’ ধরাল দেশের এক প্রথম সারির ব্যাঙ্ক ৷ ঝাঁপ পড়ছে শিল্পে। কর্মী ছাঁটাইয়ে কমছে উৎপাদন। নেই নতুন বিনিয়োগ। নিট ফল গত ৭০বছরে চরম আর্থিক সঙ্কটে ভারতীয় অর্থনীতি। যা অভূতপূর্ব। খোদ নীতিআয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমারের বক্তব্যে অস্বস্তিতে মোদি সরকার। অভিযোগ, এরপরেও কার্যত ঘুমিয়ে আছে কেন্দ্র। অন্যদিকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের দাবি, আমেরিকা ও চিনের থেকে যথেষ্ট ভাল পরিস্থিতিতে আমাদের দেশের অর্থনীতি ৷
advertisement
2/6
সরকার যাই দাবি করুক, অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে দেশের বিভিন্ন ক্ষেত্রে ৷ যার ফল কর্মী ছাঁটাই ৷ ব্যাঙ্কিং ও ফিনান্সিয়াস সেক্টরের ওপরও এখন ঝুলছে তরোয়াল ৷ ছাঁটাইয়ের কোপে কর্মীরা ৷
advertisement
3/6
কর্মী ছাঁটাই করছে ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাঙ্কিং এবং ফিনান্সিয়াল সার্ভিসেস অর্থাৎ HSBC ব্যাঙ্ক ৷ গোটা ভারতে এই ব্যাঙ্কে প্রায় ২ লাখ ৩৮ হাজারেরও বেশি কর্মী কাজ করেন ৷ এই সংস্থার ১৫০ কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে HSBC ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
advertisement
4/6
পুনে ও হায়দরাবাদে HSBC ব্যাঙ্কে কাজ করেন প্রায় ১৪ হাজার কর্মচারী ৷ কোম্পানি সূত্রে খবর, HSBC ব্যাঙ্কের ১৫০ টেকনিক্যাল স্টাফকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে ৷
advertisement
5/6
তবে কাস্টমার্স ও শেয়ার হোল্ডাদের সেরা পরিষেবা দেওয়ার লক্ষ্যে ক্রমাগত নিজের কর্মচারীদের কাজের উপর কড়া নজর রেখে চলেছে HSBC ৷ ১৮ মাস ধরে HSBC-র সিইও পদে থাকার পর ৫ অগাস্ট জন ফ্লিন্ট পদত্যাগ করেছেন ৷ শুধু HSBC নয় ৷ কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে Deutsche Bankও ৷ গোটা বিশ্বে মোট ১৮ হাজার কর্মীকে সম্প্রতি বরখাস্ত করেছে এই সংস্থা ৷
advertisement
6/6
সম্প্রতি ভারতে একের পর এক বড় সংস্থা থেকে আসছে কর্মী ছাঁটাইয়ের খবর ৷ Cisco ও Cognizant-এর মতো কোম্পানি থেকেও চলছে কর্মী ছাঁটাই ৷ Parle Products Pvt Ltd অর্থাৎ পার্লে-জি বিস্কুট নির্মাতারা ১০ হাজার কর্মীকে ছাঁটাই করেছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দেশে মন্দার প্রভাব এবার ব্যাঙ্কিং সেক্টরেও? ১৫০ কর্মীকে ছাঁটাই করল এই ব্যাঙ্ক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল