Howrah-Puri Vande Bharat Express: আজ থেকে করা যাবে টিকিট বুকিং, ২০ মে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Howrah-Puri Vande Bharat Express Ticket Booking: রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
advertisement
1/6

আজ, বুধবার থেকে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের টিকিট বুকিং করা যাবে ৷ আগামী ২০ তারিখ থেকে যাত্রী নিয়ে দৌড়বে এই ট্রেন।
advertisement
2/6
রেল জানিয়েছে, হাওড়া থেকে সকাল ৬টা ১০ মিনিটে ছাড়বে ২২৮৯৫ বন্দে ভারত এক্সপ্রেস। পুরী পৌঁছবে দুপুর ১২টা ৩৫ মিনিটে। পুরী থেকে ওই দিন দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে বন্দে ভারত। হাওড়া পৌছবে রাত ৮টা ৩০ মিনিটে।
advertisement
3/6
১৬ কামরার এই ট্রেন হাওড়া থেকে পুরী যাওয়ার পথে থামবে খড়গপুর, বালেশ্বর, ভদ্রক, জাজপুর, কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুরদা রোড স্টেশনে। বুধবার থেকে এই ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা।
advertisement
4/6
২০ মে, শনিবার থেকে নিয়মিত চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া-পুরী যাতায়াতে সময় লাগবে সাড়ে ৬ ঘণ্টা। সপ্তাহে শুধু বৃহস্পতিবার চলবে না এই ট্রেন।
advertisement
5/6
হাওড়া-পুরী রুটে এই মুহূর্তে সবচেয়ে দ্রুতগতির ট্রেন হিসাবে রয়েছে হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস। তবে শতাব্দীর থেকেও কম সময়ে যাত্রা শেষ করতে চলেছে বন্দে ভারত। ট্রায়াল রানে সাড়ে ৬ ঘণ্টার কিছু কম সময়ে ট্রেনটি তার যাত্রাপথ শেষ করে।
advertisement
6/6
রেল সূত্রে খবর, এই রুটে বন্দে ভারতের গড় গতিবেগ থাকবে ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই বিলাসবহুল ট্রেন থাকছে ১৪টি এসি চেয়ারকার ও ২টি এক্সিকিউটিভ চেয়াকার। ভাড়ার তালিকা এখনও পর্যন্ত প্রকাশ না হলেও ১৮০০ থেকে ২৭০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Howrah-Puri Vande Bharat Express: আজ থেকে করা যাবে টিকিট বুকিং, ২০ মে যাত্রা শুরু হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেসের