Lottery Tips: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ্য খুলে যাবে
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Koushik Adhikary
Last Updated:
Lottery Tips: আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাওয়ার? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার ক্ষেত্রে এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।
advertisement
1/7

আপনি কি লটারির টিকিট কাটেন? স্বপ্ন দেখেন লটারিতে জ্যাকপট পাবার? কিন্তু লটারি জেতার উপায় জানেন না? জেনে নিন লটারির টিকিট কাটার সঠিক কৌশল। টিকিট কাটার এই বিষয়গুলি নজরে রাখলে আপনার জেতার সম্ভাবনা বেশি।
advertisement
2/7
লটারির টিকিট কাটার আগে বিগত ৭ দিনের ফলাফলের উপর একটু হোমওয়ার্ক অর্থাৎ নজর রাখা প্রয়োজন। তাহলে আপনি টিকিট কাটার আগে সম্যক ধারণা পেতে পারেন।
advertisement
3/7
প্রথমেই আপনি টিকিট কেনার সময় মিডল নাম্বারটি বাছাই করে নিন। এর আগেরবার লটারির রেজাল্টে যে নাম্বারটি জিতেছে সেটির দিকেও নজর রাখুন।
advertisement
4/7
আগেরবার কোনও এক মিডল নাম্বার জেতে তাহলে সেইরকম নাম্বার দেখে কেনার চেষ্টা করুন। আবার তার সাথে তার বিপরীত নাম্বারটিকেও দেখতে পারেন অপশন হিসেবে।
advertisement
5/7
এর আগের বিজেতার যেটি মিডল নাম্বার ছিল, তার বিপরীত নাম্বার নিন। অর্থাৎ শেষের নাম্বারটি সামনে এবং শেষের নাম্বারের বিপরীত সংখ্যাকে ধরে শেষ করুন।
advertisement
6/7
লটারির টিকিট কাটার আগে আরেকটি জনপ্রিয় উপায় হল ব্যক্তিগত ভাবে এমন নম্বর বাছাই করা যা আমাদের জন্য শুভ। তারমধ্যে নিজের জন্মদিন, স্ত্রী-র জন্মদিন, বিবাহ বার্ষিকী, সন্তানদের জন্মদিন হতে পারে।
advertisement
7/7
মিডল নাম্বারের শেষের দুটি সংখ্যাকে নির্দিষ্ট রেখেই তার পরবর্তী দশ ঘর টিকিট কেটে ফেলুন। এই পদ্ধতিতে টিকিট কাটলে অনেক সময় ফল দিয়ে থাকে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Lottery Tips: আপনিও জিততে পারবেন লটারি! টিকিট কাটার আগে জেনে নিন গোপন কৌশল, নম্বর লাগবেই, ভাগ্য খুলে যাবে