ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার? এভাবে পান টাকা ফেরত !
Last Updated:
advertisement
1/6

অনলাইনে আমরা প্রাই টাকা ট্র্যান্সফার করে থাকি। আর এ ক্ষেত্রে বেশ কবার এমন হয় যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ভুল দেওয়ার ফলে আমরা যাকে টাকা পাঠাতে চাইছি তাকে না পাঠিয়ে তার বদলে অন্য কাউকে পাঠিয়ে দি। (Photo collected)
advertisement
2/6
যদি আপনি ভুল করে অন্য কোন অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার করে ফেলেন তবে তা ফেরত পেতে পারেন, কিন্তু এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। (Photo collected)
advertisement
3/6
প্রথমে আপনাকে ফোন করতে হবে ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজেরাকে। তাঁকে এই বিষয়ে জানান। আর এবার যে ব্যাঙ্কে টাকা ট্র্যান্সফার হয়েছে সেখানে যোগাযোগ করুন।
advertisement
4/6
অভিযোগ রেজিস্টার হলে ব্যাঙ্ক নিজের গ্রাহককে আপনার টাকা ফেরত দেওয়ার অনুমতি চাইবে। গ্রাহক অনুমতি দিলে আপনার টাকা ফেরত দেওয়া হবে। (Photo collected)
advertisement
5/6
আর যদি গ্রাহক টাকা ফেরত দিতে না চায় তবে আইনের সাহায্য নিতে হতে হবে। (Photo collected)
advertisement
6/6
রিজার্ভ ব্যাঙ্ক অনুসারে ভুল করে কারো অ্যাকাউন্টে টাকা ট্র্যান্সফার হলে ব্যাঙ্কের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে। (Photo collected)