advertisement
1/5

সাইবার যুগে অপরাধও দেদার চলছে নেট-দুনিয়ায়৷ কিন্তু অপরাধের ভয়ে তো আর ডিজিটাল ব্যাঙ্কিংয়ের সুবিধা থেকে বঞ্চিত হওয়া যায় না৷ তাই ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে ডিজিটাল পদ্ধতিতেই সুরক্ষাকবজ করে নিতে হবে৷ আপনার যদি এসবিআই (স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া)-এ অ্যাকাউন্ট থাকে, তা হলে ডিজিটালি সেফ থাকার জন্য দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কিছু পরামর্শ দিচ্ছে৷
advertisement
2/5
এসবিআই জানাচ্ছে, চলতি আর্থিক বছরে অনলাইন ব্যাঙ্কিং প্রতারণায় এখনও পর্যন্ত ৫৫৫৫ কোটি টাকা গায়েব হয়ে গিয়েছে৷ প্রতারকদের কাজ সহজ করে দিতে, কিছু অভ্যাস আপনাকে বদলাতে হবে৷ তা হলেই প্রতারকরা গ্রাহকের অ্যাকাউন্টে ঢুকতে পারবে না৷
advertisement
3/5
স্টেট ব্যাঙ্কের পরামর্শ, সন্দেহজনক ই-মেল, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, মেসেজ বা ফোন কল এলে, ব্যাঙ্কিং গোপনীয়তা শেয়ার করবেন না৷ এসবিআই বলছে, তারা কোনও গ্রাহককে ফোন করে ব্যাঙ্কিং গোপনীয়তা জানতে চায় না৷
advertisement
4/5
নিয়মিত ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের স্টেটমেন্ট দেখুন৷ সন্দেহজনক কিছু দেখলেই report.phishing@sbi.co.in সাইটে গিয়ে জানান৷
advertisement
5/5
এসবিআই বলছে, প্রথমে স্থানীয় পুলিশ স্টেশনে জানান৷ যদি দেখেন প্রতারণা স্বীকার হয়েছেন, তা হলে দ্রুত কার্ডটি ব্লক করুন৷ তারপর স্থানীয় স্টেট ব্যাঙ্কের শাখায় গিয়ে কথা বলুন৷