How To Make Money: পাহাড়ের কোলে সুস্বাদু এই ধান চাষ করে আয় করুন লক্ষ লক্ষ টাকা!
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
How To Make Money: পাহাড়ের কোলে সুস্বাদু বিভিন্ন ধান চাষ করে স্বাবলম্বী হচ্ছে স্থানীয় পুরুষ থেকে শুরু করে মহিলা উভয়ই!
advertisement
1/6

পাহাড়ের কোলে ধান চাষ করে স্বাবলম্বী হচ্ছে স্থানীয়রা। সাধারনত উত্তরবঙ্গের দার্জিলিঙে পর্যটনের আয়ের একমাত্র নিদর্শন হলএখানকার বিখ্যাত চা পাতা। বরাবরই পাহাড়ে ঘুরতে আসা সকল পর্যটকদের পছন্দের প্রথম তালিকায় থাকে দার্জিলিং চা। তবে এবার পাহাড়ের কোলেধান চাষ করে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি গ্রাম।
advertisement
2/6
বাড়ির মধ্যেই পাহাড়ের ঢালে চাষের জমি তৈরি করে চাষ হচ্ছে সুস্বাদু বিভিন্ন প্রজাতির ধান।
advertisement
3/6
শীত গরম বর্ষা বাঙালির খাবারের তালিকায় শীর্ষস্থানে থাকে বিভিন্ন সুস্বাদু চালের ভাত। ধনী হোক বা গরিব পাতে গরম গরম ভাত হলে মন যেন শান্তিতে ভরে যায়।বর্তমানে সমতলের পাশাপাশি দার্জিলিংয়ের বিভিন্ন পাহাড়ি গ্রামের এই মুসলি ধান চাষ করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ে বসবাসকারী স্থানীয় বহু মানুষ। তাদের চাষ করা ধান পৌঁছে যাচ্ছে বাজারের বিভিন্ন জায়গায়।
advertisement
4/6
আপনিও যদি পাহাড়ে এই ধান চাষ করে স্বাবলম্বী হতে চান তাহলে খুব সহজেই আপনি চাষ করে লাভবান হতে পারেন।এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না পাহাড়ের অনুকূল পরিবেশ এই ধান চাষের জন্য একদম অনবদ্য, আপনি চাইলে আপনার বাড়ির ফাঁকা জায়গায় জঙ্গল কেটে জমিটিকে চাষের জন্য তৈরি করে জমিতে লাঙ্গল দিয়ে ধানের বীজ ছিটিয়ে দিলে কিছুদিনের মধ্যেই সেই বীজ থেকে গাছ বেড়িয়ে আসবে।
advertisement
5/6
এই চাষের জন্য আলাদা করে কোন কীটনাশকের দরকার নেই জৈব সার ব্যবহার করলেই ফলন ভাল হবে। এই প্রসঙ্গে দার্জিলিংয়ের আপার দুধীয়ার ডাম্বেটার গ্রামের এক ধান চাষী ডিবি বিশ্ব বলেন নকশালবাড়ি থেকে বীজ এনে এই ধান চাষ করে থাকি, আষাঢ় মাসের বৃষ্টির পর ধান রোপন করা হয়, ফলনও ভালহয় এবং এখানে উৎপাদিত ধান পাহাড়ের বিভিন্ন স্থানীয় বাজারে বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়।
advertisement
6/6
তাহলে আর দেরি কিসের পাহাড়ের কোলে আপনিও ধান চাষ করে লাভের মুখ দেখুন। মাত্র স্বল্প খরচ করেই হয়ে যান লক্ষ লক্ষ টাকার মালিক। বর্তমানে পাহাড়ে বিভিন্ন ধরনের ধানের চাষ হয়ে থাকে তার মধ্যে রয়েছে মুসলি ধান, একলে ধান, বিকাসে ধান সহ আরওবিভিন্ন প্রজাতির ধান। বর্তমানে পাহাড়ি বিভিন্ন গ্রামে ধান চাষ করেই স্বাবলম্বী হচ্ছে স্থানীয় মহিলা থেকে শুরু করে পুরুষ উভয়ই।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How To Make Money: পাহাড়ের কোলে সুস্বাদু এই ধান চাষ করে আয় করুন লক্ষ লক্ষ টাকা!