TRENDING:

অনলাইনে সমস্যা হচ্ছে লিঙ্ক করতে, SMS পাঠিয়েই জুড়ে ফেলুন PAN ও আধার

Last Updated:
কোনও PAN-এর সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে তা আর কোনও কাজে ব্যবহার করা যাবে না।
advertisement
1/7
অনলাইনে সমস্যা হচ্ছে লিঙ্ক করতে, SMS পাঠিয়েই জুড়ে ফেলুন PAN ও আধার
ভারতের দু’টি নাগরিক পরিচয়পত্রের  নম্বরের মধ্যে সংযুক্তি প্রয়োজন বলে জানিয়েছে কেন্দ্র। বেশ কয়েক বছর সময় দেওয়ার পর অবশেষে সেই সংযুক্তির সময়সীমা শেষ হচ্ছে চলতি মার্চে।
advertisement
2/7
আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখের মধ্যে ভারতের সমস্ত নাগরিককে আধার ও PAN সংযুক্তি করিয়ে ফেলতে হবে। না হলে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হবে। যার প্রথম ধাপই হল PAN নিষ্ক্রিয় হয়ে যাওয়া। কোনও PAN-এর সঙ্গে আধার সংযুক্ত না থাকলে ১ এপ্রিল ২০২৩ তারিখ থেকে তা আর কোনও কাজে ব্যবহার করা যাবে না। পরোক্ষে অর্থ লেনদেন, বিনিয়োগের কাজ একেবারে বন্ধ হয়ে যাবে। ফলে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই PAN-আধার সংযুক্তির কাজ সেরে ফেলতে হবে।
advertisement
3/7
আসলে এই PAN-আধার সংযুক্তির কাজ খুব কঠিন কিছু নয়। বরং খুব সহজে বাড়িতে বসেই যে কোনও ব্যক্তি এই কাজ করে ফেলতে পারেন। অনলাইনে এই কাজ করা যেতে পারে কয়েকটি ধাপে। আবার শুধু মাত্র নিজের মোবাইল থেকে একটি এসএমএস পাঠিয়েও লিঙ্ক করিয়ে ফেলা যায় নিজের PAN-আধার।
advertisement
4/7
নিজের মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে কী ভাবে লিঙ্ক করতে হবে PAN-আধার দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
5/7
কী ভাবে এসএমএসের মাধ্যমে আধার এবং PAN লিঙ্ক করা যাবে:
advertisement
6/7
১. প্রথমেই নিজের মোবাইলের Write Message অপশনে যেতে হবে। খেয়াল রাখতে হবে ওই মোবাইল নম্বর যেন আধারের সঙ্গে রেজিস্টার্ড হয়। ২. সেখানে গিয়ে UIDPAN ফর্ম্যাটে একটি মেসেজ টাইপ করতে হবে। অর্থাৎ, প্রথমে লিখতে হবে UIDPAN, তারপর স্পেস দিয়ে লিখতে হবে ১২ সংখ্যার আধার নম্বর। তারপর আবার একটি স্পেস দিয়ে লিখতে হবে ১০ সংখ্যা-অক্ষরের প্যান নম্বর৷
advertisement
7/7
৩. এরপর নিজের রেজিস্টার্ড নম্বর থেকে SMS পাঠাতে হবে 567678 বা 56161 নম্বরে। ৪. মেসেজ ঠিক মতো পাঠানো হয়ে গেলে আধার এবং PAN সংযুক্তি সংক্রান্ত একটি কনফার্মেশন মেসেজ পাওয়া যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অনলাইনে সমস্যা হচ্ছে লিঙ্ক করতে, SMS পাঠিয়েই জুড়ে ফেলুন PAN ও আধার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল