TRENDING:

প্যান-আধার লিঙ্ক করা নেই তো? দেখে নিন কীভাবে বুঝবেন, তাহলে আর অহেতুক টাকা খরচ হবে না!

Last Updated:
ইতিমধ্যেই প্যান এবং আধার লিঙ্ক করানো আছে কি না, তা অনেকেই মনে করতে পারছেন না। দেখে নেওয়া যাক কীভাবে তা যাচিয়ে নেওয়া যায়।
advertisement
1/5
প্যান-আধার লিঙ্ক করা নেই তো? কীভাবে বুঝবেন, আর অহেতুক টাকা খরচ হবে না!
দেখতে দেখতে ফুরিয়ে আসছে সময়। সরকার বেঁধে দিয়েছে সময়সীমা- যে করেই হোক ৩১ মার্চ, ২০২৩ তারিখের মধ্যে প্যান আর আধার কার্ড লিঙ্ক করিয়ে ফেলতে হবে। সবার জন্য অবশ্য এই নির্দেশিকা প্রযোজ্য নয়। সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেক ভারতীয় নাগরিক, যাঁদের প্যান কার্ড ইস্যু করা হয়েছে ২০১৭ সালের ১ জুলাই বা তার আগের কোনও তারিখে, তাঁদের সবারই চলতি বছরের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ড এবং আধার কার্ড লিঙ্ক করিয়ে নেওয়া উচিত।
advertisement
2/5
এর আগে কেন্দ্র ৩১ মার্চ ২০২২ সালে প্যান-আধার সংযুক্তির শেষ তারিখ ঘোষণা করেছিল। সেসময় যাঁরা এই কাজ করেননি তাঁদের ৩০ জুন ২০২২ পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। ১ এপ্রিল ২০২২ থেকে ৩০ জুন ২০২৩ পর্যন্ত প্যান-আধার সংযুক্ত করানোর জন্য ৫০০ টাকা ফি দিতে হয়েছিল। তারপর সময়সীমা আরও বাড়িয়ে ৩১ মার্চ ২০২৩ করা হয়। ১ জুলাই ২০২২ থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত যাঁরা এই সংযুক্তি করাচ্ছেন তাঁদের ১০০০ টাকা ফি দিতে হচ্ছে।
advertisement
3/5
এর পর আরও সময় বাড়ানো হবে বলে আয়কর দফতরের তরফে কিছু জানানো হয়নি। বরং সর্বশেষ নির্দেশিকায় বলা হয়েছে ১ এপ্রিল ২০২৩ থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। কিন্তু ইতিমধ্যেই প্যান এবং আধার লিঙ্ক করানো আছে কি না, তা অনেকেই মনে করতে পারছেন না। দেখে নেওয়া যাক কীভাবে তা যাচিয়ে নেওয়া যায়। তাহলে অহেতুক আর সংযুক্তি এবং খরচের ঝক্কি পোহাতে হয় না!
advertisement
4/5
- সবার প্রথমে যেতে হবে ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালে, তার জন্য এই লিঙ্ক ব্যবহার করা যায়: https://www.incometax.gov.in/iec/foportal/ - পেজের বাঁ-দিকে থাকবে Quick Links, সেখান থেকে যেতে হবে Link Aadhaar Status-এ - প্যান এবং আধার নম্বর দিয়ে ক্লিক করতে হবে View Link Aadhaar Status-এ
advertisement
5/5
- আধার লিঙ্ক করা থাকলে নম্বরটি স্ক্রিনে দেখা যাবে, অন্যথায় লিঙ্ক করাতে হবে। এছাড়া 567678 বা 56161 নম্বরে এসএমএস করেও প্যান-আধার লিঙ্ক করানো আছে কি না তা পরখ করা যায়। তার জন্য এসএমএস পাঠাতে হবে এই ফরম্যাটে: UIDPAN <১২ ডিজিট আধার নম্বর> <১০ ডিজিট প্যান নম্বর>
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্যান-আধার লিঙ্ক করা নেই তো? দেখে নিন কীভাবে বুঝবেন, তাহলে আর অহেতুক টাকা খরচ হবে না!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল