How to Save Money: প্রচুর টাকা জমবে! অভাব থাকবে না! রোজকার জীবনে এইসব টিপস মানলেই হবে লক্ষ্মীলাভ
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
How to Save Money সারা বছর নিয়ম মেনে পর্যাপ্ত সঞ্চয় থাকলে তুলনামূলক কম বয়সে অবসরে যাওয়া যায়। জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করা যায়।
advertisement
1/6

আয় এবং ব্যয়ের মাঝে ব্যবধানের পর গচ্ছিত সম্পদ হল সঞ্চয়। জরুরি সময়ে সঞ্চিত অর্থ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
advertisement
2/6
সারা বছর নিয়ম মেনে পর্যাপ্ত সঞ্চয় থাকলে তুলনামূলক কম বয়সে অবসরে যাওয়া যায়। জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করা যায়।
advertisement
3/6
আয়ের একাধিক উৎস রাখুন। একটি আয়ের উৎস থেকে হঠাৎ কয়েকদিন আয় বন্ধ হলে যেন আপনার সঞ্চিত অর্থে টান না পড়ে।
advertisement
4/6
একটু দাম বেশি হলেও ভাল জিনিসটি কিনুন। কম দামের সব জিনিস টেকসই হয় না। অগত্যা নতুন করে টাকা খরচ করে নতুন জিনিস দ্বিতীয় বার কেনা থেকে বাঁচুন।
advertisement
5/6
বাজার থেকে এমন অনেক জিনিসই কেনা হয়ে যায়, যা বাড়িতে আনার পর পড়েই থাকে। যা এক-দু'বার ব্যবহার করে আর কোন কাজে লাগেনা। এমন বিষয় এড়িয়ে চলুন।
advertisement
6/6
বন্ধুদের সঙ্গে পার্টি করা বা ঘুরতে যাওয়া সবই চলুক। কিন্তু একটু পরিকল্পনার মাধ্যমে বাজেট করে রাখুন। যেমন রেস্তরাঁয় গিয়ে একগুচ্ছ অর্থ খরচ না করে বাড়িতেই বাইরের খাবার কিনে পার্টির আয়োজন করে ফেলতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How to Save Money: প্রচুর টাকা জমবে! অভাব থাকবে না! রোজকার জীবনে এইসব টিপস মানলেই হবে লক্ষ্মীলাভ