TRENDING:

Toto business: রাস্তায় টোটো নামাতে কত টাকা লাগে জানেন? প্রয়োজন কোন কোন নথির...এক জায়গায় রইল সব তথ্য

Last Updated:
পরিবহণ দফতরের অনুমতি: কিছু ক্ষেত্রে পরিবহণ দফতরের অনুমতিও প্রয়োজন হতে পারে। এছাড়াও, টোটো চালকদের জন্য কিছু নির্দেশিকা থাকতে পারে, যেমন - চালকদের লাইসেন্স থাকতে হবে, টোটো ভাল অবস্থায় থাকতে হবে, এবং নির্দিষ্ট ভাড়া ধার্য করা যেতে পারে।
advertisement
1/13
রাস্তায় টোটো নামাতে কত টাকা লাগে জানেন? প্রয়োজন কোন কোন নথির...এক জায়গায় রইল সব তথ্য
বড় রাস্তায় হোক কী অলিতে গলিতে৷ অবাধ যাতায়াত৷ যাত্রীদের পারলে একেবারে দোরগোড়ায় নামিয়ে দেয় এই টোটো বা ভালবেসে রাখা নাম টুকটুক৷ চাহিদার সঙ্গে পাল্লা দিয়েই গত কয়েক বছরে হুহু করে বেড়েছে টোটোর সংখ্যা৷ বহু যুবক-তরুণই টোটো চালিয়ে নিজের সংসার টানছেন৷ জানেন কি, একটা টোটো রাস্তায় নামাতে গেলে কী রকম খরচ পড়ে, কী কী অনুমোদন লাগে, কোথা থেকে মেলে লাইসেন্স? Generated image
advertisement
2/13
আপনার টোটোটি আঞ্চলিক পরিবহন অফিসে (RTO) নিবন্ধিত হতে হবে। ই-রিকশা বা টোটো ক্রয় সম্পর্কিত নথি, যেমন চালান বা ক্রয় চুক্তিপত্র লাগবে।
advertisement
3/13
বৈধভাবে টোটো চালানোর জন্য, আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণ, একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স, যানবাহন রেজিস্ট্রেশন, যানবাহনের বিমা এবং পিইউসি সার্টিফিকেট সহ বেশ কয়েকটি নথির প্রয়োজন হয়।
advertisement
4/13
টোটো রাস্তায় নামানোর জন্য, সাধারণত স্থানীয় পুরসভা বা প্রশাসনের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতির জন্য কিছু নিয়ম-কানুন অনুসরণ করতে হয়, সেগুলো কী জানেন? Generated image
advertisement
5/13
রেজিস্ট্রেশন: টোটো রাস্তায় নামানোর আগে, সেটি স্থানীয় পুরসভা বা প্রশাসনের কাছে রেজিস্টার করতে হয়। এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করে জমা দিতে হয় এবং ফি দিতে হয়। Generated image
advertisement
6/13
রাস্তায় টোটো নামানোর জন্য প্রথমেই যেটা প্রয়োজন, সেটা হল টোটো গাড়ি৷ সাধারণত, অনেকে স্থানীয় ডিলারের থেকে টোটো কেনে, কেউ কেউ আবার কেনে বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে বানানো টোটো৷ কিন্তু, জেনে রাখুন, টোটো যদি নির্দিষ্ট মানের না হয়, তাহলে প্রথম ধাক্কায় না-ও পাওয়ার যেতে পারে টোটো নামানোর ছাড়পত্র৷ generated image
advertisement
7/13
বিভিন্ন পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও ব্যক্তি যে কোনও সংস্থার টোটো কিনতে পারেন, শর্ত শুধু দু’টি — ১) সংস্থার ‘আই-ক্যাট’ অনুমোদন থাকতে হবে। ২) সংস্থাটির ট্রেড সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনও (টিসিআর) থাকতে হবে। generated image
advertisement
8/13
কোনও সংস্থার তৈরি গাড়ি রাস্তায় নামার যোগ্য কি না, সে সার্টিফিকেট দিতে পারে কেবল কেন্দ্রীয় সরকারের অনুমোদিত সংস্থা ‘ইন্ডিয়ান সেন্টার ফর অটোমোটিভ টেকনোলজি’ (যার ডাকনাম ‘আইক্যাট’)। হরিয়ানার এই সংস্থাটি গাড়ির ইঞ্জিন, ধোঁয়া, সুরক্ষা শুধু নয়, চলার সময়কার ঝাঁকুনি, কাঁপুনি, শব্দ— সব দিক বিচার করে নির্মাতা সংস্থাকে অনুমোদন দেয়। সেই অনুমোদন প্রাপ্ত সংস্থার থেকেই টোটো কেনার নির্দেশ রয়েছে খাতায় কলমে৷ Generated image
advertisement
9/13
সাধারণ টোটো যেখানে ৮০-৯০ হাজার টাকায় রাস্তায় নেমে যায়, এই অনুমোদিত টোটো কিনতে লাগবে অন্তত ১ লাখ ২০ হাজার। সাধারণ টোটোর ওজন যেখানে ২২০-২৫০ কেজি, অনুমোদিত গাড়ির ওজন গড়ে ৩২০ কেজি, অনুমোদিত টোটো অনেক শক্তপোক্ত, ইঞ্জিন ও ব্রেক বেশি শক্তিশালী Generated image
advertisement
10/13
এছাড়াও অনুমোদিত সংস্থার টোটোয় শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি নেই, বেশি টেঁকসই, অনুমোদিত টোটোয় প্রতি যন্ত্রাংশে ওয়্যার‌্যান্টি থাকবে, প্রথম ছ’মাসে ছ’বার সার্ভিসিং, ইঞ্জিন ও চেস্ট নম্বর থাকবে, বিমা করাতে সুবিধা, অনুমোদিত টোটো কোনও ভাবে দুর্ঘটনায় পড়লে ক্ষতিপূরণ মিলবে, মোটর ভেহিক্যালস আইনে অন্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে। Generated image
advertisement
11/13
নিয়মকানুন: টোটো চালানোর জন্য নির্দিষ্ট নিয়মকানুন থাকে, যা মেনে চলতে হয়। উদাহরণস্বরূপ, টোটো নির্দিষ্ট রুটে চলতে পারে, অথবা নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলতে পারে। Generated image
advertisement
12/13
নিষেধাজ্ঞা: কিছু অঞ্চলে টোটো চালানোর ওপর নিষেধাজ্ঞা থাকতে পারে, যেমন - রাজ্য বা জাতীয় সড়কে টোটো চালানো নিষিদ্ধ থাকতে পারে। Generated image
advertisement
13/13
পরিবহণ দফতরের অনুমতি: কিছু ক্ষেত্রে পরিবহণ দফতরের অনুমতিও প্রয়োজন হতে পারে। এছাড়াও, টোটো চালকদের জন্য কিছু নির্দেশিকা থাকতে পারে, যেমন - চালকদের লাইসেন্স থাকতে হবে, টোটো ভাল অবস্থায় থাকতে হবে, এবং নির্দিষ্ট ভাড়া ধার্য করা যেতে পারে। Generated image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Toto business: রাস্তায় টোটো নামাতে কত টাকা লাগে জানেন? প্রয়োজন কোন কোন নথির...এক জায়গায় রইল সব তথ্য
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল