TRENDING:

জানেন, ভারতে কতজনের বার্ষিক আয় ১ কোটির বেশি? চমকে দেবে আয়কর দফতরের এই পরিসংখ্যান

Last Updated:
Income Tax Data: দেশের ঝাঁ চকচকে শহর, বিলাসব্যাসন চোখ ধাঁধিয়ে দেয় অনেক সময়। ঠিক কতজন মানুষ ভারতে এক কোটি টাকা আয় করেন জানেন? আয়কর দফতরের সাম্প্রতিক এই তথ্য মাথা ঘুরিয়ে দেবে।
advertisement
1/7
জানেন, ভারতে কতজনের বার্ষিক আয় ১ কোটির বেশি? চমকে দেবে আয়কর দফতরের এই পরিসংখ্যান
দেশের প্রতিটি শহরেই দেখা যায় বড় বড় গাড়ি, বিলাসবহুল বাড়ি ও রাজকীয় জীবনযাপন করা মানুষদের। এঁদের দেখে অনেকেই ভাবেন, প্রায় ১৪০ কোটির জনসংখ্যার এই দেশে বহু মানুষ নিশ্চয়ই বছরে ১ কোটির বেশি টাকা আয় করেন। সত্যিই কি তাই? (Representational Image) 
advertisement
2/7
আয়কর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, আয়কর রিটার্ন ফাইল করার সংখ্যায় গত এক বছরে গড়ে ৭.৮১ শতাংশ বৃদ্ধি হয়েছে। এর মধ্যে ITR-2 ফর্মে রিটার্ন জমা দেওয়ার হার বেড়েছে প্রায় ৩৪.৬৯ শতাংশ, ITR-৩-তে ১৬.৬৬ শতাংশ এবং ITR-১ ফর্মে মাত্র ০.৫৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। (Representational Image) 
advertisement
3/7
বর্তমানে আয়কর দফতরের পোর্টালে রেজিস্টার্ড ইউজারের সংখ্যা ১৪.০১ কোটি। এর মধ্যে ১২.৯১ কোটি ইউজারই ব্যক্তি করদাতা। তাঁদের মধ্যে ১১.৮৬ কোটির বেশি করদাতা আধার নম্বরের সঙ্গে অ্যাকাউন্ট লিঙ্ক করেছেন। (Representational Image) 
advertisement
4/7
অন্যদিকে সংস্থা, ট্রাস্ট বা HUF মিলিয়ে মোট ৪.৬৮ লক্ষ জনের মধ্যে, ₹১-৫ কোটির আয় রয়েছে ৩.৮৯ লক্ষ জনের, ₹৫-১০ কোটির মধ্যে প্রায় ৩৬ হাজার, এবং ₹১০ কোটির বেশি আয় রয়েছে ৪৩ হাজারেরও বেশি জনের। (Representational Image) 
advertisement
5/7
আয়কর দফতরের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্য বলছে, ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত মাত্র ৩.২৪ লক্ষ ব্যক্তি এমন আয়কর রিটার্ন জমা দিয়েছেন, যাতে বার্ষিক আয় ১ কোটির বেশি বলে জানানো হয়েছে। যদি এই হিসাবের মধ্যে সংস্থা, ফার্ম, ট্রাস্ট, হিন্দু অবিভক্ত পরিবার (HUF), সরকারি ও স্থানীয় সংস্থা যুক্ত করা হয়, তবে মোট সংখ্যা দাঁড়ায় ৪.৬৮ লক্ষে। (Representational Image) 
advertisement
6/7
চমক আরও বাড়ে যখন দেখা যায়, এই বিপুল জনসংখ্যার দেশে মোট ৯.১৯ কোটি আয়কর রিটার্ন জমা পড়েছে। তার মধ্যে ৮.৬৪ কোটি রিটার্ন ই-ভেরিফায়েড হয়েছে। অর্থাৎ কোটি টাকার বেশি আয়ের লোকসংখ্যা ১ শতাংশেরও অনেক কম। (Representational Image) 
advertisement
7/7
৩.২৪ লক্ষ জনের মধ্যে যাঁদের আয় ₹১ থেকে ₹৫ কোটির মধ্যে, তাঁদের সংখ্যা সর্বাধিক—প্রায় ২.৯৭ লক্ষ। ₹৫ থেকে ₹১০ কোটির মধ্যে আয় করেন ১৬,৭৯৭ জন। আর যাঁদের আয় ₹১০ কোটির বেশি, এমন রিটার্ন ফাইল করেছেন মাত্র ১০,১৮৪ জন। (Representational Image) 
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জানেন, ভারতে কতজনের বার্ষিক আয় ১ কোটির বেশি? চমকে দেবে আয়কর দফতরের এই পরিসংখ্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল