TRENDING:

Debit Card ছাড়াই বদলান UPI পিন! ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি

Last Updated:
ডেবিট কার্ডের মাধ্যমে ইউপিআই-এর পিন সেট করা হয়। বিশেষজ্ঞরা বলেন, যাঁরা নিয়মিত ইউপিআই ব্যবহার করেন, তাঁদের নির্দিষ্ট সময় অন্তর পিন পরিবর্তন করা উচিত।
advertisement
1/6
Debit Card ছাড়াই বদলান UPI পিন! ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি
ইউপিআই লেনদেনের সময় ৪ বা ৬ সংখ্যার পিন দিতে হয়। না দিলে লেনদেন করা যায় না। এটা বাধ্যতামূলক। যাতে ফোন অন্য কারও হাতে পড়লেও তিনি লেনদেন করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা। ডেবিট কার্ডের মাধ্যমে ইউপিআই-এর পিন সেট করা হয়। বিশেষজ্ঞরা বলেন, যাঁরা নিয়মিত ইউপিআই ব্যবহার করেন, তাঁদের নির্দিষ্ট সময় অন্তর পিন পরিবর্তন করা উচিত। এতে প্রতারণার সম্ভাবনা কমে যায়।
advertisement
2/6
আগে ডেবিট কার্ড ছাড়া ইউপিআই পিন পরিবর্তন বা সেট করা যেত না। বর্তমানে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া (NPCI) আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করার সুবিধা চালু করেছে। ফলে ডেবিট কার্ড ছাড়াই এখন ইউপিআই পিন বদলাতে পারবেন ইউজাররা।
advertisement
3/6
আরও বেশি সংখ্যক গ্রাহক যাতে ইউপিআই পেমেন্ট সিস্টেমের সুবিধা নিতে পারেন, তার জন্যই এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে এর জন্য আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকতে হবে। পাশাপাশি ওই একই ফোন নম্বরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গেও জুড়তে হবে।
advertisement
4/6
তবেই আধার কার্ডের মাধ্যমে ইউপিআই পিন সেট করতে পারবেন ইউজার। সোজা কথায়, ব্যাঙ্কে এবং আধার কার্ডে একই মোবাইল নম্বর রেজিস্টার্ড থাকতে হবে। তাহলেই আর ইউপিআই পিন পরিবর্তন বা সেট করার জন্য ডেবিট কার্ডের প্রয়োজন হবে না। এখানে ধাপে ধাপে গোটা বিষয়টা বুঝিয়ে দেওয়া হল।
advertisement
5/6
প্রথমে ইউপিআই অ্যাপে গিয়ে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য যোগ করতে হবে গ্রাহককে।এরপর বেছে নিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য ইউপিআই পিন সেট করার অপশন।তাতে ক্লিক করলে ইউজারের সামনে দুটি অপশন আসবে। প্রথমটি ডেবিট কার্ড এবং দ্বিতীয়টি আধার ওটিপি।
advertisement
6/6
এবারে আধার ওটিপি-এর মাধ্যমে ইউপিআই পিন সেট করার অপশন বেছে নিতে হবে। তারপর দিতে হবে অনুমতি।এরপর আধার নম্বরের প্রথম ছটি ডিজিট লিখতে হবে। সেটা যাচাই ও নিশ্চিত করতে হবে।এত পর্যন্ত সবকিছু ঠিকঠাক ব্যাঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে। ইউজারকে সেই ওটিপি লিখতে হবে। তারপর ক্লিক করতে হবে ভেরিফাই অপশনে।ভেরিফাই হয়ে গেলে নতুন ইউপিআই পিন সেট করার অপশন দেওয়া হবে। এখানে নতুন পিন দিয়ে সাবমিট করলেই নতুন ইউপিআই পিন সেট হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Debit Card ছাড়াই বদলান UPI পিন! ধাপে ধাপে দেখে নিন পুরো পদ্ধতি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল