Formula To Become Crorepati: SIP-তে অল্প বিনিয়োগও করতে পারে কোটিপতি, ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত হিসেব দেখে নিন ধাপে ধাপে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Formula To Become Crorepati: মাত্র ১০০০ টাকা থেকেই SIP শুরু করে কোটিপতি হওয়া সম্ভব! ধাপে ধাপে দেখে নিন ₹১০০০, ₹২০০০ ও ₹৩০০০ বিনিয়োগে কত বছরে কত রিটার্ন মিলবে এবং কীভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগেই মিলতে পারে বিশাল সঞ্চয়।
advertisement
1/6

এটা অস্বীকার যাবে না যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতিকে হারানোর জন্য সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, সংক্ষেপে এসআইপি বিনিয়োগের বিকল্পে খুবই কার্যকর এক হাতিয়ার। অনেকেরই ধারণা এই যে এসআইপিতে প্রচুর পরিমাণে টাকা খাটাতে হয়। এটা ঠিক যে বিনিয়োগের অঙ্ক যত বেশি হবে, রিটার্নও সেই অনুপাতে তত বাড়বে। তবে, এসআইপির আসল মজা লুকিয়ে আছে চক্রবৃদ্ধি সুদের হারে। সেই মতো, যদি এক দীর্ঘ সময় ধরে বিনিয়োগ চালিয়ে যাওয়া যায়, তাহলে খুব অল্প পরিমাণ টাকাও কোটিপতি করে তুলতে পারে। শুধু নিয়ম করে তা প্রতি মাসে বিনিয়োগ করে যেতে হবে, মাঝপথে বন্ধ করলে চলবে না। একটি কিস্তি দিতে ভুলে যাওয়া মানেই চক্রবৃদ্ধি সুদের হার কমে যাওয়া, তা কোটিপতি হওয়ার লক্ষ্য ব্যাহত না করলেও বিলম্বিত তো করবেই!
advertisement
2/6
প্রায়ই সবার মনে এই প্রশ্ন জাগে যে, আজ থেকে যদি এসআইপি শুরু করা হয়, তাহলে ১ কোটি টাকা জমাতে কত সময় লাগবে? ১৫% পর্যন্ত আনুমানিক বার্ষিক রিটার্নের উপর ভিত্তি করে গণনা করলে এটি বোঝা যায়।
advertisement
3/6
মাত্র ১৫০০ টাকার মাসিক এসআইপি দিয়ে প্রায় ৩০ বছরে ১ কোটি টাকা সংগ্রহ করা সম্ভব। ২৫০০ টাকার মাসিক এসআইপি দিয়ে এটি প্রায় ২৮ বছরে অর্জন করা সম্ভব। অন্য দিকে, প্রতি মাসে ৩০০০ টাকা করে বিনিয়োগ করলে মাত্র ২৬ বছরে হাতে ১ কোটি টাকা এসে যাবে।
advertisement
4/6
১৫০০ টাকার মাসিক এসআইপির ক্ষেত্রে ১৫ শতাংশ পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে। এক্ষেত্রে বিনিয়োগের পরিমাণ হবে ৫,৪০,০০০ টাকা। এতে, ১৫ শতাংশ সুদের হারে ৯৯,৭৪,৭৩১ টাকা পাওয়া যাবে। ৩০ বছর পর মোট ১,০৫,১৪,৭৩১ টাকার তহবিল গড়ে উঠবে।
advertisement
5/6
আবার, ২০০০ টাকার মাসিক এসআইপিতে ২৮ বছর ধরে বিনিয়োগ চালিয়ে গেলে গড়ে ১৫ শতাংশ বার্ষিক রিটার্নের নিরিখে বিনিয়োগের পরিমাণ হবে ৬,৭২,০০০ টাকা এবং সুদ আসবে ৯৬,৯১,৫৭৩ টাকা, মোট তহবিল হবে ১,০৩,৬৩,৫৭৩ টাকা। সেই অনুযায়ী, যদি ২৫০০ টাকার মাসিক এসআইপিতে ১৫ শতাংশ রিটার্ন মেলে, তাহলে ২৮ বছরে কোটিপতি হওয়া সম্ভব। এতে, ২৮ বছরে বিনিয়োগের পরিমাণ হবে ৮,৪০,০০০ টাকা, যার উপরে সুদ মিলবে ১,২১,১৪,৪৬৬ টাকা, মোট তহবিলের মূল্য হবে ১,২৯,৫৪,৪৬৬ টাকা।
advertisement
6/6
মাসিক ৩০০০ টাকা ২৬ বছর ধরে বিনিয়োগ করলে, গড়ে বার্ষিক ১৫ শতাংশ রিটার্নের নিরিখে বিনিয়োগের পরিমাণ হবে ৯,৩৬,০০০ টাকা এবং সুদ আসবে ১,০৫,৩৯,০৭৪ টাকা, মোট তহবিল হবে ১,১৪,৭৫,০৭৪ টাকা। সেই অনুযায়ী দেখলে মাসিক ৩০০০ টাকার ২৬ বছরের এসআইপিতে ২৫ বছরেই কোটিপতি হওয়া যাবে। এতে, ২৫ বছরে বিনিয়োগের পরিমাণ হবে ১০,৫০,০০০ টাকা, যার উপরে রিটার্ন আসবে ১,০৪,৪৪,২৫৮ টাকা, অর্থাৎ মোট তহবিলের মূল্য হবে ১,১৪,৯৪,২৫৮ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Formula To Become Crorepati: SIP-তে অল্প বিনিয়োগও করতে পারে কোটিপতি, ১০০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত হিসেব দেখে নিন ধাপে ধাপে