TRENDING:

বদলে যেতে চলেছে টিভি দেখা,কত টাকায় কোন চ্যানেল দেখতে পাবেন জানেন

Last Updated:
advertisement
1/8
বদলে যেতে চলেছে টিভি দেখা,কত টাকায় কোন চ্যানেল দেখতে পাবেন জানেন
ভারতীয় দর্শকদের টিভি দেখা একেবারে বদলে যেতে চলেছে ৷ যা নিয়ে ভাবনাচিন্তার আর শেষ নেই ৷ টিভি এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ৷ তাই সকলেই খাতা কলম নিয়ে বসে যাচ্ছেন হিসেব কষতে ৷ ১৩০ টাকা -র ফ্রি চ্যানেল গুলো যেমন দিতেই হবে ঠিক তেমনিই থাকবে জিএসটিও ৷ News 18 Bangla Craetive
advertisement
2/8
TRAI -র নতুন নিয়ম ৷ একটা করে চ্যানেল বেছে নেওয়া কিম্বা কোনও প্যাক বেছে নেওয়া এসব নিয়ে খুবই অসুবিধায় আছেন ৷ কিন্তু সত্যিই যদি হিসেব করে চলা যায় তাহলে কিন্তু অনেকটা টাকাই সাশ্রয় করা যাবে ৷ Photo -File
advertisement
3/8
কালার্স বাংলা সহ নিউজ ১৮ বাংলা একাধিক পছন্দের চ্যানেল আসে TV 18-র ছাতার তলায় ৷ বাজেট প্যাক আসবে ১৬ টাকা থেকে শুরু হবে ৷ আর ফ্যামিলি প্যাক এইচডি হলে ২৯ টাকা হবে ৷ Photo -File
advertisement
4/8
বেঙ্গল ভ্যালু প্যাকটি নিলে সাধারণ বাঙালি মধ্যবিত্তদের বেশ ভালোই অপশন হতে পারে ৷ সিএনবিসি আওয়াজ, কালার্স, কালার্স বাংলা, হিস্ট্রি চ্যানেল, এমটিভি, রিস্তে, সিনেপ্লেক্স সহ মোট ১৬ টি চ্যানেল ৷ Photo -File
advertisement
5/8
স্টারের ভ্যালু প্যাক ৪৯ টাকায় ৷ এতে রয়েছে স্টার জলসা, স্টারপ্লাস, জলসা মুভিজ, স্টার গোল্ড ৷ খেলার চ্যানেলের মধ্যে থাকছে স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ফার্স্ট ৷ এছাড়াও থাকছে ন্যাট জিও ওয়াইল্ড ও ন্যাশানাল জিওগ্রাফিক ৷ Photo -File
advertisement
6/8
আর যারা খেলা প্রচন্ড পছন্দ করেন তারা স্টারের প্রিমিয়াম প্যাক নিতে পারেন ৷ ৭৯ টাকা-র প্যাকে থাকবে স্টার জলসা, স্টার প্লাস, স্টার ওয়ার্ল্ড, জলসা মুভিজ, স্টার গোল্ড, স্টার মুভিজ, স্টার গোল্ড সিলেক্ট ৷ স্পোর্টসে আগের ক্যাটাগরির চ্যানেলগুলির পাশাপাশি থাকবে স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস সিলেক্ট, স্টার স্পোর্টস সিলেক্ট ২ ৷ এই প্যাকের মূল্য ৭৯ টাকা ৷ দুটি বিভাগেই যদি এইচডি নেন তাহলে প্যাকগুলির মূল্য হবে ৮৫ ও ১২০ টাকা ৷ Photo -File
advertisement
7/8
জি ফ্যামিলি প্যাকেজ ৪৫ টাকা চার্জে ২০ টি চ্যানেল পাবেন ৷ এরমধ্যে থাকছে জি টিভি, অ্যান্ড টিভি, জি বাংলা, জি বাংলা সিনেমা, জি সিনেমা, ২৪ ঘন্টা সহ মোট ২০ টি চ্যানেল ৷ Photo -File
advertisement
8/8
আর জি-র সব চ্যানেল যদি নিতে চান তাহলে সেই প্যাকের দাম পড়বে ৬০ টাকা ৷ যাতে জি এর ২৩ টি চ্যানেলই থাকবে ৷ Photo -File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বদলে যেতে চলেছে টিভি দেখা,কত টাকায় কোন চ্যানেল দেখতে পাবেন জানেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল