TRENDING:

Hilsa| West Bengal News: ১ কেজির ইলিশের দাম উঠল কত? মরশুমের প্রথম ইলিশ কোথায়-কত দামে? দেখুন তালিকা

Last Updated:
Hilsa| West Bengal News: রবিবার থেকেই এই মাছ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইলিশ। তবে ৫০০ গ্রাম ওজনের কম বা ছোট সাইজের মাছ যাতে ধরা না হয় সেই দিকে নজরদারী চালানো হচ্ছে।
advertisement
1/10
১ কেজির ইলিশের দাম উঠল কত? মরশুমের প্রথম ইলিশ কোথায়-কত দামে? দেখুন তালিকা
দেরিতে হলেও বর্ষা এসেছে দক্ষিণবঙ্গে৷ আর সেই সঙ্গে উঠেছে সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাও। গত দু' দিনে তুমুল বদলেছে আবহাওয়ার পরিস্থিতি৷ ধীরে ধীরে ইলিশ ধরার অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে৷ ইতিমধ্যেই সমুদ্রে পারি জমিয়েছেন মৎস্যজীবীরা। ঝাঁকে ঝাঁকে ঢুকতে শুরু করেছে রুপালি শস্য।
advertisement
2/10
আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গেই জালে উঠতে শুরু করল ইলিশ৷ প্রায় ১১০ টন ইলিশ নিয়ে দক্ষিণ চব্বিশ পরগণার কাকদ্বীপ এবং নামখানার মৎস্য আড়তে ফিরল বেশ কয়েকটি ট্রলার৷
advertisement
3/10
গত দু' দিনে একে একে ফিরেছে ট্রলারগুলি৷ রবিবার সন্ধ্যায় নিলামে ওঠে টাটকা ইলিশ৷ তার পর বিভিন্ন জেলার বাজারে পৌঁছে যায় মাছের রাজা ইলিশ৷
advertisement
4/10
লম্বা অপেক্ষর অবসান ঘটিয়ে দক্ষিণবঙ্গে (Monsoon In South Bengal ঢুকেছে বর্ষা। আর সেই সঙ্গেই রাজ্যে ঢুকলো মরশুমের প্রথম ইলিশও (Hilsa Fish)।
advertisement
5/10
ডায়মন্ডহারবারে ঢুকেছে রুপোলি ফসল। জানা গিয়েছে শনিবার রাতে ডায়মন্ডহারবারের (Diamond Harbour) নগেন্দ্রবাজারের আড়তে ঢুকেছে ১১০ টন ইলিশ। রীতিমতো নিলাম হয়েছে মাছের।
advertisement
6/10
আড়তে যে পরিমাণ মাছ ঢুকেছে তার একটা বড় অংশ এককেজির কম ওজনের। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের নিলাম হয়েছে ৬০০ টাকা কেজি দরে। ৭০০ থেকে ৮০০ গ্রামের মাছ নিলাম হয়েছে কেজি প্রতি ৭০০ টাকায়।
advertisement
7/10
আবার ১২০০ টাকায় নিলাম হতে দেখা গিয়েছে ১ কেজি বা তার আশেপাশের ওজনের মাছ। তবে বড় সাইজের মাছ বিশেষ দেখা যায়নি।
advertisement
8/10
রবিবার থেকেই এই মাছ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়তে শুরু করেছে। তবে ৫০০ গ্রাম ওজনের কম বা ছোট সাইজের মাছ যাতে ধরা না হয় সেই দিকে নজরদারী চালানো হচ্ছে।
advertisement
9/10
একইসঙ্গে মৎস্যজীবীরা যাতে খারাপ আবহাওয়া সংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা করে সমুদ্রে না যান সেই বিষয়েও সতর্ক করা হচ্ছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
10/10
তবে আবহাওয়া নতুন করে খারাপ না হলে আগামী সপ্তাহের শেষের দিকে আরও বেশি করে ইলিশ জালে উঠবে বলেই মনে করছেন মৎস্যজীবীরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hilsa| West Bengal News: ১ কেজির ইলিশের দাম উঠল কত? মরশুমের প্রথম ইলিশ কোথায়-কত দামে? দেখুন তালিকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল