পেল্লাই সাইজ...! পদ্মায় দু-দুটি ইলিশ উঠল জেলের জালে! দাম উঠল কত? শুনলেই চোখ উঠবে মাথায়, গ্যারান্টি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Hilsa: বর্ষা দোরগোড়ায়। আর কিছুদিনেই ঢুকে পড়তে চলেছে বর্ষারানী। এই বর্ষাকাল মানেই টিপটিপ-ঝিরঝির-ঝমঝম বৃষ্টি। আর এই বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত দিতে পাতে মাস্ট ইলিশ মাছ। এপার হোক বা ওপার বাংলা, বাঙালির ইলিশসুখে কোনও এপার ওপার নেই।
advertisement
1/12

বর্ষা দোরগোড়ায়। আর কিছুদিনেই ঢুকে পড়তে চলেছে বর্ষারানী। এই বর্ষাকাল মানেই টিপটিপ-ঝিরঝির-ঝমঝম বৃষ্টি। আর এই বৃষ্টির সঙ্গে যোগ্য সঙ্গত দিতে পাতে মাস্ট ইলিশ মাছ। এপার হোক বা ওপার বাংলা, বাঙালির ইলিশসুখে কোনও এপার ওপার নেই। File Image
advertisement
2/12
পাতে ইলিশ মানেই বাঙালির সুখ। অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় শুধু তেল দিয়েই। তারপর তো আছেই ইলিশের ভাপা থেকে সর্ষে ইলিশ, কালোজিরে দিয়ে পাতলা ঝোল আর ইলিশের টকের মতো মনোলোভা পদ। Collected Image
advertisement
3/12
এককথায় মাছের রাজা ইলিশ। আর ইলিশ মানেই পদ্মা মেঘনার সেই বিরল স্বাদের রুপালি শষ্য। যদিও চলতি বছরে এপার বাংলার মানুষ চলতি বছরে পদ্মার ইলিশের স্বাদ কতটা পাবেন তা নিয়ে রয়েছে ঘোরতর সংশয়। File Image
advertisement
4/12
vতবে এবার বর্ষাকাল পুরোদমে আসার আগেই কিন্তু এখন অনেক মৎস্যজীবীর জালে ধরা দিতে শুরু করেছে বিরাট সাইজের ইলিশ মাছ। মৎস্যজীবীদের মুখে তাই খুশির হাসি ফুটেছে। আর তার মধ্যেই এবার পদ্মার দুই ইলিশ মাছের দাম যা উঠল তা শুনলে আপনারও মাথা ঘুরে যাবে। File Image
advertisement
5/12
মনে মনে নিশ্চই ভাবছেন কত টাকাই বা হতে পারে একটি ইলিশ মাছের দাম? হয়ত আন্দাজ মতো একটা দাম ভেবেও ফেলেছেন। কিন্তু ঠিক ভাবছেন কি আদৌ? চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক ঠিক কত দাম উঠল এই দুই মাছের যা শুনে আপনার চোখ ছানাবড়া হয়ে যেতে বাধ্য। File Image
advertisement
6/12
এপার বাংলায় ইলিশ মরশুম শুরু হয় জুন-জুলাই মাস নাগাদ। নামখানা, কাকদ্বীপ এবং ফ্রেজারগঞ্জ থেকে ইলিশ ট্রাক বোঝাই করে ঢুকে পরে বাজারে। তাই আগে থেকেই প্রতিদিন খোঁজখবর শুরু করে দেন ইলিশপ্রেমী বাজারি। File Image
advertisement
7/12
অবশ্য এখনও কলকাতা কিংবা বেশ কিছু মাছের বাজারে ইলিশ ঢুকছে, কিন্তু সেগুলির স্বাদ কতটা ভাল হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে এসবের মাঝেই পদ্মার দুই ইলিশ বিক্রি হল কত টাকায় জানেন? File Image
advertisement
8/12
জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের দু-দুটি ইলিশ। এরপর সেটি খোলা বাজারে নিলাম করা হলে মাছ দুটির দাম কত উঠল বলুন তো শেষমেশ? File Image
advertisement
9/12
১০,৪০০ টাকা। শুনে আকাশ থেকে পড়ছেন তো? কিন্তু এটাই সত্যি। ১০ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়েছে মাছদুটি। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত সোমবার দুপুরে দৌলতদিয়ার চরকর্ণেশন এলাকায় মৎস্যজীবী কবির হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। এরপরেই চারিদিকে রীতিমতো শোরগোল পড়ে যায়। File Image
advertisement
10/12
মুহূর্তে পদ্মার ইলিশ কিনতে ও দেখতে ভিড় জমে যায় বাজারে। স্থানীয়দের মতে, মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের হালিমের আড়তে নিয়ে আসেন কবির। এরপর সেখানে নিলামে প্রতি কেজি চার হাজার টাকা দরে কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। File Image
advertisement
11/12
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, "বহুদিন পর আড়তে এমন পেল্লাই সাইজের ইলিশ এসেছে। পদ্মার বড় সাইজের ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে আশপাশের বাজারে। সামান্য লাভে মাছ দুটি বিক্রি করে দেব।" File Image
advertisement
12/12
তবে পদ্মাপাড়ে এমন ইলিশ উৎসব হইহই করে শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত এপার বাংলার মানুষকে টাটকা ইলিশ পেতে ধৈর্য ধরতে হবে আরও বেশ কিছুদিন। এমনটাই ইঙ্গিত মৎস্যজীবীদের কথায়। তাই পশ্চিমবাংলার ইলিশপ্রেমী বাঙালির জীবনে এই মরশুমের বর্ষা আর ইলিশ সুখের দিন আসার এখনও কিছু বাকি। File Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পেল্লাই সাইজ...! পদ্মায় দু-দুটি ইলিশ উঠল জেলের জালে! দাম উঠল কত? শুনলেই চোখ উঠবে মাথায়, গ্যারান্টি