TRENDING:

সবথেকে বেশি সোনা মজুত রয়েছে এই ১৪টি দেশে ! সেই তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে? জেনে নিন বিশদে

Last Updated:
Top 14 Countries With Most Gold Reserves 2024: যেহেতু সোনার দাম রেকর্ড উচ্চতা ছুঁয়েছে, তাই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা বলছে যে, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সর্বোচ্চ স্বর্ণ মজুত রাখা হয়েছে কোন কোন দেশে। এই তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
advertisement
1/15
সবথেকে বেশি সোনা মজুত রয়েছে এই ১৪টি দেশে! সেই তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে? জেনে নিন
গত ৩১ জানুয়ারি ২০২৫ তারিখে নয়াদিল্লিতে নতুন রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল সোনার দাম। প্রতি ১০ গ্রাম সোনার দাম সেদিন পৌঁছেছিল ৮৪৯০০ টাকায়। অল ইন্ডিয়া সারাফা অ্যাসোসিয়েশনের মতে, মূলত দেশে চাহিদা বৃদ্ধি এবং ইতিবাচক গ্লোবাল ট্রেন্ডের কারণেই এহেন রেকর্ড মূল্য হয়েছে সোনার। এই নিয়ে টানা তিন বার ৯৯.৯ শতাংশ খাঁটি সোনার দামে উর্ধ্বগতি দেখা গিয়েছে। ১১০০ টাকা বেড়ে তা প্রতি ১০ গ্রামের হিসেবে পৌঁছে গিয়েছে ৮৪,৯০০ টাকায়। নতুন বছরে সোনার দাম ৫৫১০ টাকা বা ৭ শতাংশ বেড়েছিল। যেহেতু সোনার দাম রেকর্ড উচ্চতা ছুঁয়েছে, তাই ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ডেটা বলছে যে, ২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সর্বোচ্চ স্বর্ণ মজুত রাখা হয়েছে কোন কোন দেশে। এই তালিকায় অবশ্য প্রথম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এই তালিকায় ভারতের অবস্থানই বা কোথায়, সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
2/15
মার্কিন যুক্তরাষ্ট্র: সবথেকে বেশি স্বর্ণ মজুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যার ওজন ৮১৩৩.৪৬ টন। এর মোট মূল্য হল ৬.০৯ বিলিয়ন ডলার। সে-দেশের ফোর্ট নক্স এবং অন্যান্য ভল্টে স্বর্ণ মজুত রয়েছে। Representative Image
advertisement
3/15
জার্মানি: দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি। এখানে মজুত থাকা সোনার ওজন ৩৩৫১.৫৩ টন। এর মোট মূল্য হল ২.৫১ বিলিয়ন ডলার। ফ্র্যাঙ্কফুর্টের বুন্দাসব্যাঙ্কের ভল্ট এবং বিদেশের বেশ কিছু অংশে দেশের বেশিরভাগ স্বর্ণ মজুত রয়েছে। Representative Image
advertisement
4/15
ইতালি: এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইতালি। এই দেশে মজুত থাকা সোনার ওজন ২৪৫১.৮৪ টন। এর মোট মূল্য হল ১.৮ বিলিয়ন ডলার। ব্যাঙ্ক অফ ইতালিতেই মূলত এই দেশের স্বর্ণ মজুত রয়েছে। Representative Image
advertisement
5/15
ফ্রান্স: এই দেশে মজুত থাকা সোনার ওজন ২৪৩৬.৯৭ টন। এর মোট মূল্য হল ১.৮৩ বিলিয়ন ডলার। ব্যাঙ্ক অফ ইতালিতেই মূলত এই দেশের স্বর্ণ মজুত রয়েছে। বাঙ্ক দি ফ্রান্সই মূলত নিয়ন্ত্রণ করে মজুত রাখা সোনা। Representative Image
advertisement
6/15
রাশিয়ান ফেডারেশন: এই দেশে মজুত থাকা স্বর্ণের পরিমাণ ২৩৩৫.৮৫ টন। এর মোট মূল্য ১.৮৩ বিলিয়ন ডলার। রাশিয়ান সেন্ট্রাল ব্যাঙ্ক দেশের গোল্ড হোল্ডিং ক্রমাগত বাড়িয়ে চলেছে। Representative Image
advertisement
7/15
চিন: চিনের কাছে আছে ২২৬৪.৩২ টন সোনা। যার মূল্য প্রায় ১.৬৯ বিলিয়ন ডলার। নিজেদের মুদ্রাকে শক্তিশালী করতে সোনার মজুত বাড়াচ্ছে এই দেশ। Representative Image
advertisement
8/15
জাপান: জাপানে মজুত থাকা সোনার মোট মূল্য ৮৪৫.৯৭ মিলিয়ন ডলার। আর এই সোনা মজুত রাখেন ব্যাঙ্ক অফ জাপান।
advertisement
9/15
ভারত: এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে ভারত। এই দেশে মজুত থাকা সোনার পরিমাণ ৮৪০.৭৬ টন। যার মূল্য ৬৩০ মিলিয়ন ডলার।
advertisement
10/15
নেদারল্যান্ডস: এই দেশে মজুত থাকা মোট স্বর্ণের পরিমাণ ৬১২.৪৫ টন। আর যার মূল্য ৪৫৮ মিলিয়ন ডলার। ডাচ সেন্ট্রাল ব্যাঙ্ক মজুত থাকা স্বর্ণ পরিচালনা করে।
advertisement
11/15
তুরস্ক: তুরস্কে থাকা স্বর্ণের পরিমাণ ৫৮৪.৯৩ টন। যার দাম মোট ৫৮৪.৯৩ মিলিয়ন ডলার।
advertisement
12/15
পর্তুগাল: পর্তুগালের মজুত থাকা স্বর্ণের পরিমাণ ৩৮২.৬৬ টন। যার মূল্য ২৮৬ মিলিয়ন ডলার।
advertisement
13/15
পোল্যান্ড: পোল্যান্ডে মজুত থাকা স্বর্ণের পরিমাণ ৩৭৭.৩৭ টন। যার মূল্য ২৮২ মিলিয়ন ডলার।
advertisement
14/15
উজবেকিস্তান: এই দেশের মজুত থাকা সোনার পরিমাণ ৩৬৫ টন। এর মূল্য ২৭৩ মিলিয়ন ডলার।
advertisement
15/15
ব্রিটেন (UK): এখানে মজুত থাকা সোনার পরিমাণ ৩১০.২৯ টন। যার দাম ২৩২ মিলিয়ন ডলার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সবথেকে বেশি সোনা মজুত রয়েছে এই ১৪টি দেশে ! সেই তালিকায় ভারত কত নম্বর স্থানে রয়েছে? জেনে নিন বিশদে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল