TRENDING:

কী ভাবে তুলবেন PF-এর টাকা, রইল উপায়

Last Updated:
যদি অবসর নেওয়ার আগে কোনও কর্মী নিজের চাকরি ছেড়ে দেন এবং দুই মাসের বেশি কর্মহীন থাকেন, তাহলে নিজের PF অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারে
advertisement
1/5
কী ভাবে তুলবেন PF-এর টাকা, রইল উপায়
দীর্ঘ দিন ধরে কর্মহীন থাকলে বা নির্দিষ্ট বয়সে চাকরি থেকে অবসর নেওয়ার পর যে কোনও কর্মীই নিজেদের PF-এর টাকা তুলতে পারেন। বর্তমানে EPF-এর নিয়ম অনুযায়ী, যদি অবসর নেওয়ার আগে কোনও কর্মী নিজের চাকরি ছেড়ে দেন এবং দুই মাসের বেশি কর্মহীন থাকেন, তাহলে নিজের PF অ্যাকাউন্টের টাকা তুলে নিতে পারেন। কিন্তু কী ভাবে তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের টাকা? আসুন জেনে নেওয়া যাক!
advertisement
2/5
প্রথমে UAN পোর্টালে যেতে হবে। এক্ষেত্রে https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ গিয়ে সার্চ করতে হবে। পেইজ খুলে যাওয়ার পর UAN ইউজার নেম ও পাসওয়ার্ড দিতে হবে। এর পর ক্যাপচা কোড এন্টার করতে হবে। এর পর ‘Manage’ নামে একটি ট্যাবে ক্লিক করতে হবে। পরে KYC সিলেক্ট করতে হবে। দেখে নিতে হবে, KYC-এর নথিপত্র অর্থাৎ আধার, PAN ও অন্যান্য তথ্য ঠিক আছে কি না।
advertisement
3/5
এবার ‘Online Services’ ট্যাবে যেতে হবে। সেখান থেকে ড্রপ-ডাউন মেনুতে ‘Claim (Form-31, 19 & 10C)’ অপশনে ক্লিক করতে হবে। ‘Claim (Form-31, 19 & 10C)’ অপশনে ক্লিক করার পর খুলে যাবে মেম্বার ডিটেইলস সংক্রান্ত পেইজ। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চার সংখ্যা দিতে হবে এবং ‘Verify’ অপশনে ক্লিক করতে হবে। এক্ষেত্রে সার্টিফিকিটটি সাইন করার জন্যে ‘Yes’ অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘Proceed for Online claim’ অপশনে ক্লিক করতে হবে।
advertisement
4/5
এবার ক্লেইম ফর্ম থেকে নিজের ক্লেইম সিলেক্ট করতে হবে। এগুলি হল EPF সেটেলমেন্ট, EPF পার্ট উইথড্রল, পেনশন উইথড্রল ইত্যাদি। নির্দিষ্ট অপশন সিলেক্ট করার পর ‘I Want To Apply For’ ট্যাবে ক্লিক করতে হবে। এবার ‘PF Advance (Form 31)’ ফর্ম সিলেক্ট করার পালা। টাকা তোলার জন্য টাকার পরিমাণ ও সংশ্লিষ্ট কর্মীর ঠিকানা দিতে হবে। এবার সার্টিফিকেটে ক্লিক করতে হবে এবং আবেদনপত্র সাবমিট করতে হবে। এক্ষেত্রে স্ক্যান ডকুমেন্ট জমা দিতে হতে পারে।শেষমেশ উইথড্রল রিকোয়েস্টে অনুমোদন দেয় সংশ্লিষ্ট সংস্থা। অনুমোদনের পর নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা।
advertisement
5/5
তবে, অনলাইনে PF তোলার আবেদন জানানোর আগে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে। ১) দেখে নিতে হবে, সংশ্লিষ্ট ব্যবহারকারীর UAN নম্বর অ্যাক্টিভেট রয়েছে কি না। পাশাপাশি রেজিস্টারড মোবাইল নম্বর অ্যাক্টিভেট কি না, সেটাও দেখতে হবে। ২) KYC-এর সঙ্গে UAN লিঙ্ক রয়েছে কি না, ভালো করে দেখে নিতে হবে। ৩) আগের PF অ্যাকাউন্টগুলি যেন একসঙ্গে সংযুক্ত থাকে, সে দিকেও নজর দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কী ভাবে তুলবেন PF-এর টাকা, রইল উপায়
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল