TRENDING:

HDFC ব্যাঙ্কের RD স্কিমে ৫০০০ টাকা করে জমা করলে ৬০ মাসে কত টাকা পাওয়া যেতে পারে? দেখে নিন এক নজরে

Last Updated:
HDFC Bank Recurring Deposit Return Calculator: আরডি বা রেকারিং ডিপোজিটে সুদ মেলে চক্রবৃদ্ধি হারে। বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্ক নেই। তাই মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন।
advertisement
1/9
HDFC ব্যাঙ্কের RD স্কিমে ৫০০০ টাকা করে জমা করলে ৬০ মাসে কত টাকা পাওয়া যেতে পারে?
নিরাপদ এবং নিশ্চিত বিনিয়োগের কথা বললে প্রথমেই মাথায় আসে রেকারিং ডিপোজিটের কথা। এর সব থেকে বড় সুবিধা, একই সঙ্গে সমস্ত টাকা জমা দেওয়ার হ্যাপা নেই। প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করলেই চলে। আরডি-তে বিনিয়োগের ক্ষেত্রে কোনও ঝুঁকিও থাকে না।
advertisement
2/9
সাধারণত রেকারিং ডিপোজিটের মেয়াদ ১২ মাস থেকে ১০ বছর হতে পারে। মেয়াদ পূর্ণ হওয়ার পর আর পাঁচটা মেয়াদি সঞ্চয় প্রকল্পের মতোই মূল টাকার উপর সুদ-সহ মোট পরিমাণ অর্থ সঞ্চয়কারীর হাতে তুলে দেওয়া হয়। এখন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আনলাইনেই রেকারিং ডিপোজিট খোলার সুযোগ দিচ্ছে বিভিন্ন ব্যাঙ্ক।
advertisement
3/9
আরডি বা রেকারিং ডিপোজিটে সুদ মেলে চক্রবৃদ্ধি হারে। বাজারের ওঠানামার সঙ্গে সম্পর্ক নেই। তাই মেয়াদ শেষে মেলে নিশ্চিত রিটার্ন। এই কারণে মধ্যবিত্ত ভারতীয়দের কাছে রেকারিং ডিপোজিট স্কিম অত্যন্ত জনপ্রিয়।
advertisement
4/9
পোস্ট অফিস ছাড়া দেশের অধিকাংশ বড় সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যায়। বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার আলাদা। কত বছরের মেয়াদে রেকারিং ডিপোজিট করা হচ্ছে তার উপরেও সুদের হার নির্ভর করে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার সামান্য বেশি।
advertisement
5/9
দেখে নেওয়া যাক HDFC ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করলে ৬০ মাসে কত টাকা পাওয়া যেতে পারে।
advertisement
6/9
HDFC ব্যাঙ্ক ৬০ মাসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের প্রতি বছরে ৭% হারে সুদ অফার করছে।HDFC ব্যাঙ্ক ৬০ মাসের রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে সিনিয়র সিটিজেনদের প্রতি বছরে ৭.৫০% হারে সুদ অফার করছে।অর্থাৎ সাধারণ গ্রাহকরা যদি HDFC ব্যাঙ্কের ৬০ মাসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে তারা ৩,৫৯,৬৬৭ টাকা পেতে পারে।
advertisement
7/9
একই ভাবে সিনিয়র সিটিজেনরা যদি HDFC ব্যাঙ্কের ৬০ মাসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করে, তাহলে ম্যাচিউরিটির সময়ে তারা ৩,৬৪,৪৪৮ টাকা পেতে পারে।
advertisement
8/9
HDFC ব্যাঙ্ক দেশের সবথেকে বড় প্রাইভেট ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের রেকারিং ডিপোজিট গ্রাহকদের কাছে খুবই জনপ্রিয়।HDFC ব্যাঙ্কের ৬০ মাসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করে সাধারণ গ্রাহকরা ম্যাচিউরিটির সময়ে সুদ হিসাবে পেতে পারে মোট ৫৯,৬৬৭ টাকা।
advertisement
9/9
HDFC ব্যাঙ্কের ৬০ মাসের রেকারিং ডিপোজিটে প্রতি মাসে ৫০০০ টাকা করে জমা করে সিনিয়র সিটিজেনরা ম্যাচিউরিটির সময়ে সুদ হিসাবে পেতে পারে মোট ৬৪,৪৪৮ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC ব্যাঙ্কের RD স্কিমে ৫০০০ টাকা করে জমা করলে ৬০ মাসে কত টাকা পাওয়া যেতে পারে? দেখে নিন এক নজরে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল