TRENDING:

HDFC Bank-Swiggy Credit Card: দুর্দান্ত ক্যাশব্যাক অফার স্যুইগি-এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে! এটা কাদের জন্য উপযোগী?

Last Updated:
HDFC Bank Swiggy Credit Card: দেশের জনপ্রিয় খাবার এবং গ্রসারি সামগ্রী ডেলিভারি প্ল্যাটফর্ম স্যুইগির সঙ্গে হাত মিলিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। লঞ্চ করেছে নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড — স্যুইগি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড।
advertisement
1/6
দুর্দান্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে স্যুইগি-এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড !
ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা ক্রমেই বাড়ছে। সেই তালিকায় এবার পা রাখল একটি নতুন ক্যাশব্যাক ক্রেডিট কার্ড। আসলে দেশের জনপ্রিয় খাবার এবং গ্রসারি সামগ্রী ডেলিভারি প্ল্যাটফর্ম স্যুইগির সঙ্গে হাত মিলিয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। লঞ্চ করেছে নতুন কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড — স্যুইগি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড। Photo Courtesy: Swiggy
advertisement
2/6
স্যুইগি অ্যাপে বিভিন্ন ট্র্যানজ্যাকশনের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক অফার দিচ্ছে এটি। সেই সঙ্গে স্যুইগি ইনস্টামার্ট, ডাইনআউট এবং স্যুইগি জিনি-র মাধ্যমে কেনাকাটা এবং খাবার অর্ডার করার ক্ষেত্রেও মিলবে এই অফার। এর ফলে কার্ডহোল্ডাররা প্রতিবার খাবার অর্ডার, গ্রসারি সামগ্রী কেনাকাটা অথবা রেস্তোরাঁয় স্যুইগি অ্যাপের মাধ্যমে ডাইনআউট ব্যবহার করে বিল পরিশোধ করার সময় ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। এখানেই শেষ নয়, অ্যামাজন, মিন্ত্রা, নাইকা, ওলা, উবের, ফার্মইজি, নেটমেডস এবং বুকমাইশো-এর মতো অনলাইন প্ল্যাটফর্মে কেনাকাটা করলে ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। Photo: Twitter (X)
advertisement
3/6
এর পাশাপাশি অন্যান্য অনলাইন কেনাকাটার উপর ১ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। ইতিমধ্যেই বাজারে অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্ম-স্পেসিফিক কো-ব্র্যান্ডেড দু’টি ক্রেডিট কার্ড রয়েছে — ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ড।
advertisement
4/6
তবে স্যুইগি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ড কিন্তু আকর্ষণীয়। কারণ এই ক্রেডিট কার্ডে খাবার অর্ডার, গ্রসারি ডেলিভারি এবং রেস্তোরাঁয় খাওয়ার বিলের উপর ১০ শতাংশ ক্যাশব্যাক অফার পাওয়া যাবে। যেটা অনেকটাই বেশি। কারণ বাজারে বিদ্যমান দুটি ক্রেডিট কার্ড কিন্তু এতটা ক্যাশব্যাক অফার করে না। আসলে ওই দু’টি কার্ডে পার্টনার ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে কেনাকাটার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ শতাংশ ক্যাশব্যাক পাওয়া যায়। আবার স্যুইগি এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে জনপ্রিয় ব্র্যান্ডের বিভিন্ন ক্যাটাগরিতে কেনাকাটার উপর ৫ শতাংশ ক্যাশব্যাক অফার প্রদান করবে। যা ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড এবং অ্যামাজন পে আইসিআইসিআই ক্রেডিট কার্ডে অফার করা ক্যাশব্যাকের তুলনায় অনেকটাই বেশি।
advertisement
5/6
শুধুমাত্র ক্যাশব্যাক এসবিআই ক্রেডিট কার্ডই অনলাইন কেনাকাটার উপর ৫ শতাংশ ক্যাশব্যাক অফার দিয়ে থাকে। এর জন্য অবশ্য কোনও রকম বাণিজ্যিত সীমাবদ্ধতা থাকে না। কিন্তু স্যুইগি এইচডিএফসি ক্রেডিট কার্ড নেওয়া কতটা উপযোগী হবে? সব দিক মাথায় রেখে বিশেষজ্ঞদের পরামর্শ, যাঁরা প্রতি মাসে স্যুইগিতে প্রচুর খরচ করেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এই ক্রেডিট কার্ড উপযোগী প্রমাণিত হবে। আবার অ্যাপের মাধ্যমে যাঁরা খাবার কিংবা গ্রসারি সামগ্রী অর্ডার করছেন কিংবা বাইরে খেতে গিয়ে ডাইন-আউটের মাধ্যমে বিল পরিশোধ করছেন, তাঁদের জন্য এই ১০ শতাংশ ক্যাশব্যাক অনেকটাই সাশ্রয় করবে।
advertisement
6/6
প্রতি মাসে প্রতি ১০ শতাংশ এবং ৫ শতাংশ ক্যাশব্যাকের জন্য লিমিট হল ১৫০০ টাকা। আবার ১ শতাংশ ক্যাশব্যাক ক্যাটাগরিতে লিমিট হল ৫০০ টাকা। এখানেই শেষ নয়, ওয়েলকাম বেনিফিট হিসেবে কার্ডহোল্ডাররা স্যুইগি ওয়ান-এর মেম্বারশিপ পেতে পারেন। যার মূল্য হবে তিন মাসে ১১৯৯ টাকা। এই স্যুইগি ওয়ান প্রোগ্রামের আওতায় কার্ডহোল্ডাররা বাছাই করা রেস্তোরাঁয় ১৪৯ টাকার উপর ডেলিভারির ক্ষেত্রে ফ্রি ফুড ডেলিভারি পাবেন। এর পাশাপাশি স্যুইগি ইনস্টামার্ট অথবা ১৯৯ টাকার উপর অর্ডারের ক্ষেত্রে ফ্রি গ্রসারি ডেলিভারির সুবিধাও মিলবে। ফুড ডেলিভারি এবং ডাইনআউটের ক্ষেত্রে মেম্বার-ওনলি ডিসকাউন্টে স্যুইগি জিনি ডেলিভারিতে ফ্ল্যাট ১০ শতাংশ অফ পাবেন গ্রাহকরা। তাই যাঁরা নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জন্য স্যুইগির উপর নির্ভরশীল, তাঁদের জন্য এই কার্ড অত্যন্ত উপকারী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC Bank-Swiggy Credit Card: দুর্দান্ত ক্যাশব্যাক অফার স্যুইগি-এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে! এটা কাদের জন্য উপযোগী?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল