TRENDING:

HDFC Bank Customers Alert: চলতি সপ্তাহে ‘এই’ ২ দিন বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে...

Last Updated:
HDFC Bank Customers Alert: এইচডিএফসি ব্যাঙ্কের গ্রাহকদের জন্য জরুরি খবর। ২২ ও ২৩ আগস্ট ব্যাঙ্কের কিছু পরিষেবা যেমন চ্যাট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং ও ইমেল পরিষেবা বন্ধ থাকবে। তবে অন্যান্য ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।
advertisement
1/8
HDFC Bank Customers Alert: চলতি সপ্তাহে ‘এই’ ২ দিন বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে...
ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সিস্টেম রক্ষণাবেক্ষণ কাজের কারণে হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাঙ্কিং ও এসএমএস ব্যাঙ্কিং পরিষেবা টানা দু’দিন উপলব্ধ থাকবে না ।
advertisement
2/8
ইকোনমিক টাইমস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রাহক পরিষেবা ২২ আগস্ট ২০২৫ রাত ১১টা থেকে ২৩ আগস্ট ২০২৫ ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
advertisement
3/8
পরিষেবা রক্ষণাবেক্ষণের সময়কালে, ফোন ব্যাঙ্কিং IVR, ই-মেল, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে চ্যাট ব্যাঙ্কিং এবং এসএমএস ব্যাঙ্কিং পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে, হটলিস্টিং সংক্রান্ত জরুরি পরিষেবা (যেমন অ্যাকাউন্ট বা কার্ড ব্লক করার টোল-ফ্রি নম্বর) এই সময়েও চালু থাকবে।
advertisement
4/8
তবে গ্রাহকদের চিন্তার কিছু নেই, কারণ ব্যাঙ্কিং পরিষেবা আগের মতোই সচল থাকবে। এই সময়ে গ্রাহকরা ব্যবহার করতে পারবেন —PhoneBanking Agent পরিষেবা, HDFC Bank Netbanking, HDFC Bank MobileBanking, PayZapp, এবং MyCards।সুতরাং, নিয়মিত লেনদেন বা ব্যাঙ্কিং কাজে কোনও অসুবিধা হবে না।
advertisement
5/8
এইচডিএফসি নেট ব্যাঙ্কিং (HDFC Net Banking)এইচডিএফসি নেট ব্যাঙ্কিং হল একটি অনলাইন প্ল্যাটফর্ম, যা এইচডিএফসি ব্যাঙ্ক তার গ্রাহকদের জন্য প্রদান করে। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিচালনা করতে পারেন, বিভিন্ন ধরনের লেনদেনও করতে পারেন এবং আরও অনেক ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারেন।
advertisement
6/8
এইচডিএফসি নেট ব্যাঙ্কিং-এ কীভাবে রেজিস্টার করবেন (How to Register for HDFC Net Banking)নিচের ধাপে ধাপে প্রক্রিয়াটি অনুসরণ করে সহজেই আপনি HDFC Net Banking-এর জন্য রেজিস্টার করতে পারেন:
advertisement
7/8
১. অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে www.hdfcbank.com উপরে থাকা “Login” বোতামে ক্লিক করুন৷ এরপর “NetBanking” সিলেক্ট করতে হবে ৷২. অনলাইনে রেজিস্টার করুননতুন ইউজার হলে “Register Now” বা “First Time User” অপশনটিতে ক্লিক করুনএরপর আপনাকে Customer ID (ওয়েলকাম কিট বা ব্যাঙ্ক স্টেটমেন্টে পাওয়া যায়) বা Account Number দিতে হবেরেজিস্টার্ড মোবাইল নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিন (যেমন: ATM/ডেবিট কার্ড ডিটেলস বা PAN)
advertisement
8/8
৩. পরিচয় যাচাই (Verify Identity)আপনার মোবাইলে বা ইমেলে একটি OTP পাঠানো হবেসেই OTP-র মাধ্যমে ভেরিফিকেশন হবে৪. লগইন পাসওয়ার্ড সেট করুনএকটি IPIN (Internet Banking Password) তৈরি করুনসব তথ্য নিশ্চিত করে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন৫. লগইন করুনএরপর থেকে Customer ID ও IPIN ব্যবহার করে আপনি HDFC NetBanking-এ লগইন করতে পারবেন
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
HDFC Bank Customers Alert: চলতি সপ্তাহে ‘এই’ ২ দিন বেশ কিছু পরিষেবা বন্ধ থাকবে...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল