বড় ঘোষণা ! নতুন নিয়মে এবার ব্যাঙ্ক থেকে এত টাকা তুললে দিতে হবে ট্যাক্স...
Last Updated:
advertisement
1/4

ব্যাঙ্ক থেকে বেশি ক্যাশ তুললে এবার থেকে তার উপর ২ শতাংশ TDS দিতে হবে ৷ এর মধ্যে আপনার সমস্ত অ্যাকাউন্ট সামিল থাকবে ৷ সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তোলা টাকা যোগ করে হিসেব করা হবে ৷ নতুন নিয়ম অনুযায়ী, ১ কোটির থেকে বেশি ক্যাশ টাকা ব্যাঙ্ক থেকে তুললে এবার ২ শতাংশ TDS কাটা হবে ৷
advertisement
2/4
সম্প্রতি ফাইন্যান্স বিল সংশোধন করেছে সরকার ৷ যে কোনও ব্যক্তির সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে যদি বছরে ১ কোটি টাকার বেশি ক্যাশ তোলা হয় তাহলে টিডিএস দিতে হবে ৷ বাজেটে এই প্রস্তাব দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যাশে লেনদেন কম করা ৷
advertisement
3/4
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে জানিয়েছেন বেশ কিছু সংস্থা বড় অঙ্কের ক্যাশ তুলছে ব্যাঙ্ক থেকে ৷ তাই সরকার এর একটি নির্দিষ্ট লিমিট ঠিক করেছে ৷
advertisement
4/4
ফাইন্যান্স বিলকে মানি বিলও বলা হয়ে থাকে ৷ এটি সংবিধানের আর্টিকেল ১১০ অন্তর্ভুক্ত রয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বড় ঘোষণা ! নতুন নিয়মে এবার ব্যাঙ্ক থেকে এত টাকা তুললে দিতে হবে ট্যাক্স...