TRENDING:

ITR দাখিলে ভুল করছেন ? চিন্তা নেই, শুধরে নিন এই ভাবে!

Last Updated:
ভারতের আয়কর আইন অনুযায়ী, ভুল শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা খুব জরুরি।
advertisement
1/7
ITR দাখিলে ভুল করছেন ? চিন্তা নেই, শুধরে নিন এই ভাবে!
আয়কর জমা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সেখানে কোনও ভুল হলে বড় সমস্যায় পড়তে হতে পারে। অথচ, অনেক সময় দেখা যায়, অনেকেই অনিচ্ছাকৃত ভাবে কোনও ভুল করে ফেলেন। ভারতের আয়কর আইন অনুযায়ী, সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ পাওয়া যায়। সেক্ষেত্রে কিছু বিষয় জেনে রাখা খুব জরুরি।
advertisement
2/7
১. রিভাইজড রিটার্ন কী— ভুল হলে তা শুধরে নেওয়ার জন্য ‘রিভাইজড রিটার্ন’ দাখিল করা যায়। আইটিআর ফাইল করার সময় কোনও তথ্যগত ভুল থাকলে বা কোনও তথ্যের উল্লেখ না থাকলে তা এই ভাবে শুধরে নেওয়া যায়।
advertisement
3/7
২. কারা এটি দাখিল করার অধিকার পাবেন— যে কোনও নাগরিক, যিনি আয়কর দাখিল করেছেন তিনি রিভাইজ করতে পারেন, আয়কর আইনের ১৩৯(৫) ধারার অধীনে। সেক্ষেত্রে নির্ভুল তথ্য দেওয়াই একমাত্র শর্ত। যাঁরা নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আইটিআর জমা করেছেন, তাঁদেরও এই সুযোগ দেওয়া হয়।
advertisement
4/7
৩. রিভাইজড রিটার্ন দাখিলের পদ্ধতি— ঠিক যেভাবে আইটিআর ফাইল করতে হয়, একই পদ্ধতি অবলম্বন করে তা রিভাইজ বা সংশোধনও করা যায়। তবে এই ক্ষেত্রে returned filed under-এর অধীনে Revised u/s 139(5) অপশনটি বেছে নিতে হবে।
advertisement
5/7
৪. শেষ তারিখ— ২০২০-২১ অর্থবর্ষ থেকে নিয়মে কিছু পরিবর্তন হয়েছে। প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে এটি পূরণ করাই নিয়ম। সেই অনুযায়ী ২০২২-২৩ অর্থবর্ষের ত্রুটি সংশোধন করতে হবে ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে।
advertisement
6/7
৫. কতবার সংশোধন করা যায়— আইটিআর ফাইল করার সময় সতর্ক থাকা খুবই প্রয়োজন। যাতে কোনও রকম ভুল না হয়ে যায়। তবে ভুল হলে সংশোধন করার সুযোগ দেওয়া হয়। রিভাইজড আইটিআর ফাইল করার কোনও সীমা নেই।
advertisement
7/7
৬. যাচাই করা জরুরি— তবে মনে রাখতে হবে, একবার রিভাইজড আইটিআর ফাইল করার আগে সমস্ত কিছু খতিয়ে দেখে নিতে হবে তা ভেরিফায়েড কি না। তা না হলে আয়কর দফতর কোনও ভাবেই ওই সংশোধন স্বীকার করবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ITR দাখিলে ভুল করছেন ? চিন্তা নেই, শুধরে নিন এই ভাবে!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল