TRENDING:

GST Council Meeting Highlights: মধ্যবিত্তের জন্য সুখবর ! কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে?

Last Updated:
সোমবার জিএসটি কাউন্সিলের ৫৪ তম বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও প্রযুক্তি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই দিনের বৈঠকে।
advertisement
1/5
মধ্যবিত্তের জন্য সুখবর ! কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে?
ক্যানসারের ওষুধের উপর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হল ৫ শতাংশ। জিএসটি কাউন্সিলের বৈঠকে এই ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তবে স্বাস্থ্যবিমায় জিএসটি কমানো হবে কি না, তা নভেম্বরে জানা যাবে।
advertisement
2/5
সোমবার জিএসটি কাউন্সিলের ৫৪ তম বৈঠক অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য ও প্রযুক্তি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এই দিনের বৈঠকে। পরে সাংবাদিক সম্মেলনে নির্মলা বলেন, “স্বাস্থ্য বিমা প্রিমিয়ামে জিএসটি কমানোর ব্যাপারে নভেম্বরে সিদ্ধান্ত নেওয়া হবে।’’
advertisement
3/5
জীবন বিমা প্রিমিয়ামের উপর বর্তমানে ১৮ শতাংশ হারে জিএসটি নেওয়া হয়। এই হার কমানো নিয়ে একমত কাউন্সিলের সদস্যরা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই বিষয়ে পরবর্তী বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, জিএসটি চালুর আগে বিমা প্রিমিয়ামে পরিষেবা কর দিতে হত। ২০১৭ সালে জিএসটি চালু হওয়ার পর পরিষেবা কর এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়।
advertisement
4/5
২০২৩-২৪ অর্থবর্ষে কেন্দ্র ও রাজ্য স্বাস্থ্য বিমা প্রিমিয়ামের জিএসটি থেকে ৮.২৬২.৯৪ কোটি টাকা সংগ্রহ করেছে। অর্থমন্ত্রী আরও বলেন, “বাজেটে সরকার ঘোষণা করেছিল যে জনগণকে সাশ্রয়ী মূল্যে ওষুধ এবং চিকিৎসা দেওয়া সরকারের অগ্রাধিকার। তাই ক্যানসারের ওষুধের উপর জিএসটি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’
advertisement
5/5
অর্থমন্ত্রী জানিয়েছেন, গত ছয় মাসে অনলাইন গেমিংস থেকে আয় বেড়েছে ৪১২ শতাংশ। পাশাপাশি ক্যাসিনো থেকেও আয় ৩৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্রগুলিকে অনুদান দেওয়ার ক্ষেত্রে জিএসটি দিতে হবে না। কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষতিপূরণ সংক্রান্ত সেস-এর জন্য একটি দল গঠন করা হয়েছে। ২০২৬ সালের মার্চের মধ্যে তাঁরা রিপোর্ট জমা দেবেন। তারপর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই কমিটি রাজ্য থেকে তহবিল তোলার উপায়গুলি খতিয়ে দেখবে। ডেবিট, ক্রেডিট কার্ডের মাধ্যমে ২০০০ টাকা পর্যন্ত অনলাইন লেনদেনে বিলডেস্ক ও সিসিঅ্যাভিনিউ–এর মতো পেমেন্ট এগ্রিগেটরদের উপর ১৮ শতাংশ জিএসটি আরোপ করা নিয়েও বৈঠকে আলোচনা হয়। তবে এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি বর্তমানে ফিটমেন্ট কমিটির কাছে পাঠানো হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GST Council Meeting Highlights: মধ্যবিত্তের জন্য সুখবর ! কোন কোন জিনিসের দাম কমছে GST কাউন্সিলের বৈঠকের পরে?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল