GST On Tourism: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর! নতুন জিএসটিতে কমছে হোটেল থেকে বিমান ভাড়া! জেনে নিন খুঁটিনাটি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।
advertisement
1/6

অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে জিএসটি কাউন্সিল নতুনভাবে জিএসটির পুনর্বিন্যাস করতে চলেছে। আর এর ফলে লাভবান হতে চলেছেন আমজনতা।
advertisement
2/6
যারা ভ্রমণপিপাসু তাঁদের জন্যেও সুখবর নিয়ে এসেছে এই নতুন জিএসটি। বহু পণ্যের ক্ষেত্রেই ২৮% জিএসটি থেকে কমিয়ে ১৮% করা হয়েছে। এবার হোটেল রুমের ক্ষেত্রেও বেশ সুবিধা পেতে চলেছেনসাধারণ নাগরিকরা।
advertisement
3/6
সূত্রের খবর, ৭৫০০ টাকার কম হোটেল রুমের ক্ষেত্রে ১২% জিএসটি ছাড়াও ৫% ইনপুট ট্যাক্স ক্রেডিট বা আইটিসি গুনতে হত। কিন্তু, এবার থেকে তা আর গুনতে হবে না।
advertisement
4/6
এই নতুন জিএসটি কার্যকর হতে চলেছে আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে।
advertisement
5/6
শুধু হোটেল রুমই নয়। বিমান ভাড়াতেও রয়েছে চমক।
advertisement
6/6
ইকোনমি ক্লাস টিকিটের ভাড়ায় ১২% থেকে জিএসটি কমিয়ে আনা হয়েছে ৫%। অন্যদিকে, বিজনেস ক্লাসের ক্ষেত্রে ১৮% থেকে তা ১২% করা হয়েছে। ফলে মধ্যবিত্তের হাসি আরও চওড়া হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GST On Tourism: ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ খবর! নতুন জিএসটিতে কমছে হোটেল থেকে বিমান ভাড়া! জেনে নিন খুঁটিনাটি