TRENDING:

কোন কোন 'জিনিসের' জিএসটি শূন্য % হল জানেন...? সম্পূর্ণ 'ট্যাক্স ফ্রি'! চমকে দেবে লিস্ট

Last Updated:
Zero GST: আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসপত্র শূন্য কর স্ল্যাবের মধ্যে রাখা হয়েছে। এই তালিকা দেখলেই চমকে উঠবেন। দেখে নেওয়া যাক কী কী আছে লিস্টে।
advertisement
1/9
কোন কোন 'জিনিসের' জিএসটি শূন্য % হল জানেন...? সম্পূর্ণ 'ট্যাক্স ফ্রি'! চমকে দেবে লিস্ট
আজ, সোমবার থেকে দেশ জুড়ে লাগু হল জিএসটি ২.০। ইটানগর থেকে প্রধানমন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ সোমবার থেকেই দেশে কার্যকর হচ্ছে নয়া জিএসটি নীতি। এর জেরে বহু জিনিসের দাম কমছে। বাড়ছে কিছু জিনিসের।
advertisement
2/9
বর্তমানে GST-র আওতায় চারটি কর কাঠামো বা ট্যাক্স স্ল্যাব রয়েছে: ১) ৫% GST হারের স্ল্যাব, ২) ১২% GST হারের স্ল্যাব, ৩) ১৮% GST হারের স্ল্যাব এবং ৪) ২৮% GST হারের স্ল্যাব। আজ, সোমবার থেকেই এই নতুন হারে জিএসটি চালু হয়েছে।
advertisement
3/9
চলুন আজ এই প্রতিবেদনে জেনে নেওয়া যাক কোন কোন জিনিসপত্র শূন্য কর স্ল্যাবের মধ্যে রাখা হয়েছে। এই তালিকা দেখলেই চমকে উঠবেন। দেখে নেওয়া যাক কী কী আছে লিস্টে।
advertisement
4/9
দুধ, দই এবং পনির—নতুন জিএসটি কাঠামো অনুযায়ী নিত্যপ্রয়োজনীয় বেশ কিছু জিনিসকে জিএসটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বাটারমিল্ক, শাকসবজি, ফলমূল, রুটি, প্যাকেটজাত খাদ্যশস্য।
advertisement
5/9
রয়েছে গুড়, দুধ, ডিম, দই, লস্যি, প্যাকেটজাত পনির, ব্র্যান্ডবিহীন ময়দা, ব্র্যান্ডবিহীন ময়দা, ব্র্যান্ডবিহীন বেসন, প্রসাদ, কাজল, ফুলঝাড়ু এবং লবণ। টাটকা মাংস, মাছ এবং চিকেনও জিএসটি থেকে অব্যাহতি পেয়েছে।
advertisement
6/9
শিশুদের জিনিসপত্র এবং সংবাদপত্র - শিশুদের ছবি আঁকা এবং রঙ করার বই এবং শিক্ষামূলক পরিষেবাগুলিও GST থেকে অব্যাহতি পাচ্ছে।
advertisement
7/9
তাছাড়া, খাদির দোকান থেকে কেনা মাটির মূর্তি, সংবাদপত্র এবং খাদির পোশাকের উপর কোনও কর আর নেই।
advertisement
8/9
স্বাস্থ্যসেবা- সরকার স্বাস্থ্যসেবাকেও শূন্য শতাংশ জিএসটির আওতায় রেখেছে।
advertisement
9/9
এই পণ্যগুলিও ০% জিএসটির আওতায় - স্যানিটারি ন্যাপকিন, পাথর, মার্বেল, রাখি, শালপাতা, কাঠের মূর্তি এবং হস্তশিল্পের জিনিসপত্রেও ০% জিএসটি প্রযোজ্য।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কোন কোন 'জিনিসের' জিএসটি শূন্য % হল জানেন...? সম্পূর্ণ 'ট্যাক্স ফ্রি'! চমকে দেবে লিস্ট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল