৩০ সেপ্টেম্বরের মধ্যে বিক্রি হয়ে যেতে চলেছে এই সরকারি সংস্থা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিপিসিএল-এর মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে ১.০৩ লক্ষ কোটি টাকা ৷
advertisement
1/4

দেশের বড় পেট্রোলিয়াম সংস্থা বিপিসিএলকে (BPCL-Bharat Petroleum Corporation Limited) বিক্রি করার শুরুর প্রক্রিয়ায় অনুমোদন দেওয়া হয়েছে ৷ CNBC TV18 অনুযায়ী, পেট্রোলিয়াম মন্ত্রালয় বিক্রি করার শুরুর প্রক্রিয়ায় ইতিমধ্যেই অনুমোদন দিয়ে দিয়েছে ৷ সরকার ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সংস্থার ১০০ শতাংশ অংশ বিক্রির পক্রিয়া শেষ করতে চাইছে ৷ বিপিসিএল-এর কাছে ১৫১৭৭ পেট্রোল পাম্প ও ৬০১১ এলপিজি ডিস্ট্রিবিউশন এজেন্সি রয়েছে ৷ পাশাপাশি রয়েছে ৫১ পেট্রোলিয়াম গ্যাস বটলিং প্ল্যান্ট ৷ ২০ নভেম্বর ২০১৯ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট বেঠকে বিপিসিএল-কে বেসরকারিকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অথার্ৎ সরকার বিপিসিএলে তাদের ৫২.৯৮ শতাংশ অংশ ও ম্যানেজমেন্ট কন্ট্রোল বিক্রি করতে চাইছে ৷
advertisement
2/4
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি ২০২০ বাজেট পেশ করার সময় আর্থিক বছর ২০২০-২১ এর জন্য ডিসইনভেস্টমেন্টের লক্ষ্য ২.১ লক্ষ্য কোটি টাকা রাখা হয়েছে ৷ এই লক্ষ্যে পৌঁছনোর জন্য বিপিসিএল-এর প্রাইভেটাইজেশন অত্যন্ত জরুরি ৷
advertisement
3/4
বিপিসিএল-এর মার্কেট ক্যাপিটালাইজেশন বর্তমানে ১.০৩ লক্ষ কোটি টাকা ৷ এই হিসেব অনুযায়ী সরকারের অংশের মূল্য প্রায় ৫৪ হাজার কোটি টাকা ৷ নিজের অংশ বিক্রি করে ৫৪ হাজার কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে সরকার ৷
advertisement
4/4
ডিসইনভেস্টমেন্টের লক্ষ্যে পৌঁছনোর জন্য বিপিসিএল ও এয়ার ইন্ডিয়ার বিক্রি করার প্রক্রিয়া আরও দ্রুত করে দিয়েছে ৷