বিদ্যুৎ চুরি আটকাতে বড় পদক্ষেপ সরকারের, এবার থেকে লাগু নতুন নিয়ম...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
বিদ্যুৎ মন্ত্রালয় এর জন্য রাজ্য স্তরে একটি ডেডিকেটেড সংস্থা তৈরির যোজনার উপর কাজ করছে ৷
advertisement
1/4

বিদ্যুৎ চুরি আটকাতে নতুন পদক্ষেপ নিতে চলেছে সরকার ৷ বিদ্যুৎ মন্ত্রালয় এর জন্য রাজ্য স্তরে একটি ডেডিকেটেড সংস্থা তৈরির যোজনার উপর কাজ করছে ৷ এই সংস্থার কাজ হবে রিয়েল টাইম মনিটরিং করা যে কোনও রাজ্য বিদ্যুৎ চুরি আটকানোর জন্য কী পদক্ষেপ নিচ্ছে এবং তার ভিত্তিতেই আর্থিক সাহায্য দেওয়া হব ৷ সংস্থা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রিপেড মিটার লাগানোর জন্যেও সাহায্য করবে ৷
advertisement
2/4
সূত্রের খবর অনুযায়ী, সরকার ২৪ ঘণ্টা বিদ্যুৎ প্রদান করার জন্য নতুন যোজনা তৈরি করেছে ৷ ডেডিকেটেড সংস্থা সেন্ট্রালাইজড ডেটা ম্যানেজমেন্টের কাজ করবে ৷ এর পাশাপাশি বিদ্যুৎ চুরি আটকাতে তিন বছরে ২৪ কোটি প্রিপেড স্মার্ট মিটার লাগানোর যোজনা রয়েছে ৷ বিদ্যুৎ সরবরাহে ঘাটতি ১৫ শতাংশ কম করার টার্গেট রয়েছে ৷
advertisement
3/4
বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন যে আগামী তিন বছরের মধ্যে দেশজুড়ে প্রিপেড মিটার লাগানো হবে ৷ পুরনো মিটার বদলে প্রক্রিয়া আসতে আসতে চালু করা হবে ৷ প্রিপেড মিটারের মাধ্যমে বিদ্যুৎ সংস্থা সিলেক্ট করার অপশন থাকবে গ্রাহকদের কাছে ৷
advertisement
4/4
বর্তমানে বিদ্যুৎ ব্যবহার করার পর বিল আসে ৷ তবে প্রিপেড মিটারে মোবাইলের মোত আগে রিচার্জ করতে হবে তারপর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন ৷