শীঘ্রই PF নিয়ে বড় ঘোষণা করতে চলেছে সরকার !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর অনুযায়ী, বর্তমান সুদের হার বজায় রাখা বেশ মুশকিল ৷
advertisement
1/4

মার্চ মাসে দোলের আগে চাকুরিজীবীদের জন্য বড় ঘোষমা করতে চলেছে EPFO ৷ CNBC সূত্রের খবর অনুযায়ী, আর্থিক বছর ২০১৯-২০ এর জন্য পিএফের সুদের হার কমাতে পারে ৷ CBT ৫ মার্চ ২০২০ সুদের হারের সমীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছে ৷ সূত্রের খবর অনুযায়ী, বর্তমান সুদের হার বজায় রাখা বেশ মুশকিল ৷ ইপিএফও রিটার্নের সমীক্ষার পর সিদ্ধান্ত নেওয়া হবে ৷ এর প্রভাব সরাসরি পড়তে চলেছে ৬ কোটি অ্যাকাউন্টহোল্ডারের উপরে ৷ EPFO গত আর্থিক বছরের সুদের হার ঠিক করে থাকে ৷ গত বছর অথার্ৎ ২০১৯ এ আর্থিক বছরে ২০১৮-১৯ সুদের হার ঠিক করেছিল ৷ বর্তমানে ইপিএফও ৮.৬৫ শতাংশ ৷
advertisement
2/4
Employee Provident Fund অথার্ৎ EPF স্কিম চাকুরিজীবীদের অবসরের পর আর্থিক সুবিধা দিয়ে থাকে৷ প্রত্যেক মাসে কর্মীদের বেসিক স্যালারি থেকে ১২ শতাংশ টাকা কেটে পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় ৷ কর্মীদের পাশাপাশি সংস্থার তরফেও ১২ শতাংশ টাকা পিএফ অ্যাকাউন্টে জমা করা হয় ৷
advertisement
3/4
৫ মার্চ দিল্লিতে সিবিটির গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ এই বৈঠকে পিএফের উপরে সুদের হার ঠিক করা হবে ৷ আর্থিক বছর ২০১৯-১০ সুদের হার কমানোর সম্ভাবনা রয়েছে ৷ বর্তমান আর্থিক পরিস্থিতিতে ৮.৬৫ বার্ষিক সুদের হার দেওয়া মুশকিল ৷ মনে করা হচ্ছে সুদের হার প্রায় ০.১০ শতাংশ পযন্ত কমানো হতে পারে ৷ তবে এই নিয়ে সিদ্ধন্ত নেওয়ার আগে পুরনো সারপ্লাসের বিষয় মাথায় রাখা হবে ৷ ইপিএফও-র কাছে বর্তমানে ১৫১ কোটি টাকা সারপ্লাস রয়েছে ৷
advertisement
4/4
সম্প্রতি সরকারের তরফে জিপিএফ-এর নতুন সুদের হার ঘোষণা করা হয়েছে ৷ ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ মার্চ ২০২০ পর্যন্ত জিপিএফে ৭.৯ শতাংশ সুদ মিলবে ৷ জিপিএফ অ্যাকাউন্ট কেবল সরকারি কর্মীদের জন্য হয় ৷ এটি এক ধরনের রিটায়রমেন্ট প্ল্যানিং কারণ এর টাকা কর্মচারীরা অবসরের পরে পান ৷ সরকারি কর্মীদের তাদের বেতন থেকে ১৫ শতাংশ জিপিএফ অ্যাকাউন্টে জমা করতে হয় ৷