SIM Card New Rules : আপনার নামে কটা ফোনের সিম রয়েছে ? Sim Card নিয়ে বড় নির্দেশিকা জারি হতে পারে আজই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
SIM Card New Rules : মনে করা হচ্ছে, এরপর একজন ব্যক্তি তাঁর পরিচয়পত্রের ভিত্তিতে মাত্র চারটি সিম কার্ড রাখতে পারবেন।
advertisement
1/8

একই সঙ্গে অনেকগুলি মোবাইল ব্যবহার করেন অনেকে, সমস্ত ডিভাইসেই প্রায় ডুয়াল বা ট্রিপল সিম ব্যবহার করা যায়। কিন্তু এর পর থেকে হয়তো এক ব্যক্তি রাখতে পারবেন না যত খুশি তত সিম। মনে করা হচ্ছে এই সংক্রান্ত নীতি আনতে চলেছে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক।
advertisement
2/8
সূত্রের খবর, বৃহস্পতিবারই কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী ব্যক্তি পিছু সিম কার্ডের সংখ্যা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন। মনে করা হচ্ছে, এরপর একজন ব্যক্তি তাঁর পরিচয়পত্রের ভিত্তিতে মাত্র চারটি সিম কার্ড রাখতে পারবেন। সূত্রের খবর, নতুন সিম কার্ড নির্দেশিকাকে সবুজ সঙ্কেত দিয়েছেন টেলিকম মন্ত্রী।
advertisement
3/8
সরকারি উদ্যোগে একজন ব্যক্তির ব্যবহার করা সিম কার্ডের সংখ্যা কমানোর চেষ্টা করা হচ্ছে। এর পিছনে আসল উদ্দেশ্য সাইবার জালিয়াতি এবং অবাঞ্ছিত কল বন্ধ করা। এই বিষয়ে প্রাথমিক প্রস্তুতি চলছে বলে জানা গিয়েছে।
advertisement
4/8
কেমন হতে পারে নতুন নিয়ম? এই নির্দেশিকা জারি হয়ে গেলে যে কোনও নাগরিক তাঁর পরিচয়পত্রের ভিত্তিতে মাত্র ৪টি সিম কার্ড নিতে পারবেন। আজ, বৃহস্পতিবার নতুন নির্দেশিকা জারি করতে পারে সরকার।
advertisement
5/8
গ্রাহক যাচাইকরণের পুরো প্রক্রিয়াটি ডিজিটালি করা হবে। এর আগে কোনও ব্যক্তির নামে সর্বোচ্চ ৯টি সিম কার্ড রাখা যেত। এবার সেই সংখ্যা কমিয়ে চার করে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।
advertisement
6/8
ঘটনা হল, একাধিক নম্বর ব্যবহার করে অনেক অসামাজিক কাজ পরিচালনা করা হয়। এমন প্রমাণ পাওয়া গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। অনেকেই অন্যের নামে সিম কার্ড তুলেও ব্যবহার করতেন। এবার থেকে তা আর করা সম্ভব হবে না।
advertisement
7/8
এই পদক্ষেপ করার আগে সরকারি উদ্যোগে ‘সঞ্চার সাথী’ পোর্টাল চালু হয়েছে। এই পোর্টালে, যে কোনও ব্যক্তি তাঁর চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া ফোন ও সিমের বিষয়ে অভিযোগ নথিভুক্ত করতে পারেন।
advertisement
8/8
শুধু তাই নয়, এই পোর্টালে সহজেই যাচাই করে নেওয়া যাবে, তাঁর নামে ঠিক কতগুলি সিম সক্রিয় রয়েছে। যদি দেখা যায়, কোনও নম্বর অবৈধ ভাবে ব্যবহার করা হচ্ছে তাহলে ওই পোর্টালের মাধ্যমেই রিপোর্ট করে ব্লকও করে দেওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIM Card New Rules : আপনার নামে কটা ফোনের সিম রয়েছে ? Sim Card নিয়ে বড় নির্দেশিকা জারি হতে পারে আজই!