৩.৩১ লক্ষ অ্যাকাউন্টে ৯৫০ কোটি টাকা পাঠিয়েছে সরকার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
২৮ মার্চ ২০২০ কেন্দ্র সরকার লকডাউনের মাঝে ইপিএফ স্কিমে অ্যাডভান্স উইথড্রয়েলের অনুমতি দিয়েছে ৷
advertisement
1/4

ইপিএফও-এর তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে ১৫ দিনের মধ্যে মোট ৩.৩১ পিএফ ক্লেম উইথড্রয়েলের জেরে ৯৫০ কোটি টাকার সেটেলমেন্ট করা হয়েছে ৷ ২৮ মার্চ ২০২০ কেন্দ্র সরকার লকডাউনের মাঝে ইপিএফ স্কিমে অ্যাডভান্স উইথড্রয়েলের অনুমতি দিয়েছে ৷
advertisement
2/4
কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী কল্যাণ যোজনা অনুযায়ী রিলিফ প্যাকেজের ঘোষণা করেছিল ৷ শ্রম মন্ত্রালয়ের তরফে জানানো হয়েছে যে দেশের ওয়ার্কিং ক্লাসকে এই পরিস্থিতির মধ্যে সাহায্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল ৷
advertisement
3/4
মন্ত্রালয়ের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এই প্রোগ্রামের ঘোষণা হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে ইপিএফও ৩.৩১ লক্ষ ক্লেম প্রোসেস করেছে ৷ এর জেরে ৯৪৬.৪৯ কোটি টাকা জারি করেছে ৷
advertisement
4/4
সরকারের তরফে জানানো হয়েছিল যে কোনও পিএফ সাবস্ক্রাইবার ৩ মাসের বেসিক স্যালারি ও ডিএ বা পিএফ এর ৭৫ শতাংশ টাকা অ্যাডভান্স হিসেবে নন রিফান্ডেবল উইথড্রয়েল করতে পারবেন ৷ নির্ধারিত লিমিটের থেকে কম টাকা তুলতে পারবেন ৷ এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন ৷ তবে এর জন্য তাদের e-KYC করা থাকতে হবে ৷