TRENDING:

বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর ব্যাঙ্কের, মোদি সরকারের নতুন নির্দেশ

Last Updated:
CNBC-আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, অর্থ মন্ত্রালয় ব্যাঙ্ককে জানিয়েছে যে প্রত্যেক ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী লক্ষ্য তৈরি করুতে হবে Gold Monetization Scheme এ গ্রাহকদের কাছ থেকে কত সোনা জমা নেওয়া হবে ৷
advertisement
1/6
বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর ব্যাঙ্কের, মোদি সরকারের নতুন নির্দেশ
বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর থাকবে ব্যাঙ্কের ৷ বাড়িতে রাখা সোনা এবার ব্যাঙ্ক পর্যন্ত নিয়ে যাওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে ৷ CNBC-আওয়াজের সূত্রের খবর অনুযায়ী, অর্থ মন্ত্রালয় ব্যাঙ্ককে জানিয়েছে যে প্রত্যেক ত্রৈমাসিকের হিসেব অনুযায়ী লক্ষ্য তৈরি করুক যাতে Gold Monetization Scheme অনুযায়ী গ্রাহকদের কাছ থেকে কত সোনা জমা নেওয়া হবে ৷ অর্থ মন্ত্রালয়ের তরফে প্রত্যেক ত্রৈমাসিকের লক্ষ্য ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে ৷
advertisement
2/6
সূত্রের খবর, এই বিষয়ে ইতিমধ্যেই অর্থ মন্ত্রালয়, ব্যাঙ্ক ও গোল্ড সেক্টরের বৈঠক হয়েছে ৷ গোল্ড মনিটাইজেশনের জন্য নতুন পোর্টাল তৈরির পরিকল্পনা রয়েছে ৷ ব্যাঙ্কগুলিকে HNI চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ ব্যাঙ্কগুলিকে স্কিমগুলি সফল করার জন্য প্ল্যান জমা দেওয়ার কথাও বলা হয়েছে ৷
advertisement
3/6
জানা গিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৫ লক্ষ গ্রাহককে চিহ্নিত করেছে ৷ মন্দির ট্রাস্টগুলির সোনাকেও স্কিমে যুক্ত করার উপরে জোর দেওয়া হচ্ছে ৷ FY20 তে এসবিআই ৩.৫ টন সোনা জমা করেছে ৷ FY21 তে ব্যাঙ্ক অফ বরোদা ২০০ কিলো সোনা জমা করার লক্ষ্য রেখেছে ৷ অন্যদিকে ICICI ব্যাঙ্ক ৪১ কিলো সোনা জমা করে ফেলেছে ৷
advertisement
4/6
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ২০১৫ সালে মোদি সরকারের শুরু করা Gold Monetization Scheme এর নিয়মে বদল করেছে ৷ নতুন নিয়ম অনুযায়ী, যারা সোনা জমা করবেন তারা সরাসরি ব্যাঙ্ক বা CPTCs সরাসরি জমা করতে পারবেন ৷
advertisement
5/6
CPTCs সোনার শুদ্ধতার সার্টিফিকেট দিয়ে থাকে ৷ উপভোক্তাদেরও সোনার শুদ্ধতার সার্টিফিকেট দেওয়া হবে ৷ অ্যাকাউন্ট খুলে উপভোক্তারা সোনা ক্রেডিটও করিয়ে নিতে পারবেন ৷ এরপর CPTC সোনা রিফাইনারিতে পাঠানো হয়েছে যেখান থেকে ফাইনাল শুদ্ধতার সার্টিফিকেট দেওয়া হয় ৷
advertisement
6/6
এই স্কিম অনুযায়ী, আপনি আপনার সোনা ব্যাঙ্কে জমা রাখাতে পারবেন ৷ এর উপর ব্যাঙ্ক আপনাকে সুদ দেবেন ৷ এই স্কিমের বিষয়টি হল আগে আপনি সোনা লকারে রাখতেন ৷ তবে এবার থেকে লকার নেওয়ার দরকার নেই ৷ পাশাপাশি মিলবে সুদও ৷ স্কিমের নিয়ম অনুযায়ী, ৯৯৫ শুদ্ধতার ৩০ গ্রাম সোনা ব্যাঙ্কে রাখা বাধ্যতামূলক ৷ এর জন্য ব্যাঙ্ক গোল্ড বার, সোনার কয়েন, গয়না রাখা যাবে ৷ এতে ২.২৫ থেকে ২.৫০ শতাংশ সুদ মিলবে ৷ এই স্কিমে একাধিক ব্যক্তি ও সংস্থা সোনা জমা করেছে ৷ বেশ কিছু বড় মন্দিরও সোনা জমা করেছে ৷ তিরুমালা তিরুপতি মন্দির এই স্কিমে ২৭৮৯ কিলো সোনা জমা করেছে ৷ এর বদলে তারা প্রায় ৮০৭ কোটি টাকা বছরে সুদ পাচ্ছেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে রাখা আপনার সোনার উপর এবার নজর ব্যাঙ্কের, মোদি সরকারের নতুন নির্দেশ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল