TRENDING:

ফ্রি-এর দিন ফুরোল, এখন Google Pay-এর মাধ্যমে এই সব বিল মেটালেই গুণতে হবে বাড়তি টাকা

Last Updated:
Google Pay এমন কিছু পরিষেবার জন্য চার্জ নিচ্ছে যা আগে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যেত।
advertisement
1/6
ফ্রি-এর দিন ফুরোল, এখন Google Pay-এর মাধ্যমে এই সব বিল মেটালেই গুণতে হবে বাড়তি টাকা
ফ্রি-এর দিন ফুরোল। এবার থেকে Google Pay-এর মাধ্যমে পেমেন্ট করলেই দিতে হবে অতিরিক্ত চার্জ। তবে সবেতে নয়। নির্দিষ্ট কিছু পরিষেবায়। জানা গিয়েছে, দেশের দ্বিতীয় বৃহত্তম UPI পেমেন্ট সংস্থা Google Pay নির্দিষ্ট কয়েকটি পরিষেবার জন্য ইউজারদের কাছ থেকে কনভেনিয়েন্স ফি নিতে শুরু করেছে।
advertisement
2/6
ইকোনমিক টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, Google Pay এমন কিছু পরিষেবার জন্য চার্জ নিচ্ছে যা আগে সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যেত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, অধিকাংশ ইউজারই এই অতিরিক্ত চার্জ সম্পর্কে কিছুই জানেন না। আগামীদিনে সাধারণ লেনদেনের জন্যও চার্জ দিতে হবে কি না, ইতিমধ্যে সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।
advertisement
3/6
বিদ্যুৎ-গ্যাসের বিল মেটালেই কাটা যাবে অতিরিক্ত টাকা: প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, Google Pay-এর মাধ্যমে বিদ্যুৎ বিল, গ্যাসের বিল মেটালে কনভেনিয়েন্স ফি হিসেবে টাকা কাটা হচ্ছে। তবে এই চার্জ কাটা হচ্ছে তখনই যখন ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করছেন ইউজাররা। অর্থাৎ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে গ্যাস কিংবা বিদ্যুতের বিল মেটালে এখন থেকে অতিরিক্ত ফি দিতে হবে।
advertisement
4/6
প্রসঙ্গত, অনেক আগে থেকেই মোবাইল রিচার্জের জন্য অতিরিক্ত চার্জ নিয়ে আসছে UPI পেমেন্ট প্ল্যাটফর্মগুলো। শুধু Google Pay নয়, PhonePe ও Paytm-ও ইউজারদের কাছ থেকে পরিষেবা বাবদ ফি আদায় করে। এই ফি লেনদেনের মোট মূল্যের ০.৫ শতাংশ থেকে ১ শতাংশ পর্যন্ত হতে পারে। শুধু তাই নয়, এই পরিষেবাগুলোর ওপর GST-ও বসছে। ফলে গ্রাহকদের আরও বেশি টাকা খরচ করতে হচ্ছে।
advertisement
5/6
UPI পেমেন্টে চার্জ নয়, কার্ডে করলে গুণতে হবে বাড়তি টাকা: ইউজারদের জন্য নতুন নিয়ম করেছে Google Pay। ক্রেডিট বা ডেবিট কার্ড দিয়ে বিদ্যুৎ বা গ্যাসের বিল পরিশোধ করলে এবার থেকে পরিষেবা চার্জ কাটা হবে। তবে, যদি সরাসরি UPI-লিঙ্কড ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করা হয়, তাহলে কোনো বাড়তি চার্জ লাগবে না।
advertisement
6/6
Google Pay-এর পাশাপাশি PhonePe ও Paytm-ও কিছু নির্দিষ্ট লেনদেনে অতিরিক্ত ফি নিচ্ছে। ভারতে UPI পেমেন্টের বাজারে সবার উপরে রয়েছে PhonePe। ৪৭.৮ শতাংশ বাজার তাদের দখলে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে Google Pay। তাদের মার্কেট শেয়ার ৩৭ শতাংশ। ফলে এই অতিরিক্ত চার্জের প্রভাব লক্ষ লক্ষ ব্যবহারকারীর ওপর পড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফ্রি-এর দিন ফুরোল, এখন Google Pay-এর মাধ্যমে এই সব বিল মেটালেই গুণতে হবে বাড়তি টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল