TRENDING:

আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে হাতে আসবে প্রায় ২৯ লক্ষ টাকা

Last Updated:
পোস্ট অফিসের এই স্কিমে বর্তমানে বার্ষিক ৭.৭০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে৷ এখানে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই।
advertisement
1/8
আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে মিলবে প্রায় ২৯ লাখ টাকা
অনেকেই টাকা জমাতে পারেন না৷ হাতে টাকা এলেই খরচ হয়ে যায়৷ এমনকী অনেকের আবার বাজে খরচেরও অভ্যাস থাকে৷ তাই সেই টাকা নিজের হাতে কিংবা বাড়ির আলমারিতে না রেখে তা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে দেওয়া উচিত৷ ঝুঁকিবিহীন নিশ্চিত রিটার্ন চাইলে পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য আদর্শ হতে পারে৷
advertisement
2/8
আর ৫ বছরের জন্য যাঁরা বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট সেরা হবে৷ কারণ পোস্ট অফিসের এই স্কিমে বর্তমানে বার্ষিক ৭.৭০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে৷ এখানে বিনিয়োগের কোনও সর্বোচ্চ সীমা নেই। এই স্কিমের খুঁটিনাটি সম্পর্কে জেনে নেওয়া যাক৷
advertisement
3/8
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (এনএসসি) কী? এটি পোস্ট অফিসের একটি সঞ্চয় প্রকল্প। যে কোনও বয়সের বিনিয়োগকারী কিংবা ট্রাস্ট এই স্কিমে বিনিয়োগ করতে পারে। এমনকী শিশুরাও এই সার্টিফিকেট কিনতে পারবে। এখানেই শেষ নয়, কেউ চাইলে জয়েন্ট হোল্ডার হিসেবে বা যৌথ ভাবে এই স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাবে। দেশের যে কোনও পোস্ট অফিস থেকে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট কেনা যাবে।
advertisement
4/8
এনএসসি-র সুবিধা: ১. ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে রাখলে ইনকাম ট্যাক্স বা আয়কর ছাড় পাওয়া যায়। আর ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করলে আয়কর আইনের ৮০সি ধারার আওতায় এই সুবিধা পেয়ে থাকেন বিনিয়োগকারীরা।
advertisement
5/8
২. এটা আসলে সরকার দ্বারা পরিচালিত একটি স্কিম। তাই রিটার্ন নিশ্চিত ভাবেই পেয়ে যান গ্রাহকেরা। এর পাশাপাশি আয়কর আইনের ধারা ৮০সি-র আওতায় এই স্কিমে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে ১ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগে কত পরিমাণ সুদ মিলতে পারে, সেই হিসেবটাই দেখে নেওয়া যাক।
advertisement
6/8
সুদের পরিমাণ: ১ লক্ষ টাকা জমা করলে ৫ বছরে মোট ৪৪ হাজার ৯০৩ টাকা সুদ পাওয়া যায়। অর্থাৎ পাঁচ বছরের মেয়াদপূর্তির পরে বিনিয়োগকারী হাতে ১ লক্ষ ৪৪ হাজার টাকা পাবেন।
advertisement
7/8
আবার কোনও বিনিয়োগকারী যদি ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে সেক্ষেত্রে সুদের পরিমাণ আরও বাড়বে। ৫ বছরের মেয়াদে তিনি সুদ বাবদ ১.৩৪ লক্ষ টাকা হাতে পাবেন। অর্থাৎ মেয়াদপূর্তিতে বিনিয়োগকারী ৪ লক্ষ ৩৪ হাজার টাকা পেয়ে যাচ্ছেন।
advertisement
8/8
এছাড়া কোনও বিনিয়োগকারী পাঁচ বছরের মেয়াদের জন্য ২০ লক্ষ টাকা বিনিয়োগ করলে তিনি ৮ লক্ষ ৯৮ হাজার টাকা সুদ হিসেবে পেয়ে যাবেন। যার ফলে মেয়াদপূর্তিতে তিনি হাতে পাবেন ২৮ লক্ষ ৯৮ হাজার টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আপনার জন্য রয়েছে বিরাট সুযোগ, পোস্ট অফিসের এই স্কিমে হাতে আসবে প্রায় ২৯ লক্ষ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল