More Drop In Gold Price: হু হু করে কমছে সোনার দাম ! আজ জেনে নিন ১ গ্রাম সোনা কতটা সস্তা হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Prices Drop Sharply: সোনার দামে বড় পতন! দেশের বিভিন্ন শহরে ১ গ্রাম সোনার দাম কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে।
advertisement
1/6

দেশজুড়ে উৎসবের মরসুম কাটতে না কাটতেই সোনার দামে দেখা গেল তীব্র পতন। গত কয়েক দিনে আন্তর্জাতিক বাজারে দাম কমার প্রভাব পড়েছে ভারতের বুলিয়ন মার্কেটেও। একাধিক শহরে ১০ গ্রাম সোনার দাম এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে ৷
advertisement
2/6
বিশেষজ্ঞদের মতে, মার্কিন ডলারের দাম কিছুটা শক্তিশালী হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা সাময়িকভাবে কমে যাওয়ায় এই পতন হয়েছে। একই সঙ্গে, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অনিশ্চয়তা কিছুটা স্থিতিশীল হওয়ায় বিনিয়োগকারীরা সোনার বদলে স্টক মার্কেটের দিকে ঝুঁকেছেন।
advertisement
3/6
বিশেষজ্ঞরা বলছেন, এই সময়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটি সোনা কেনার আদর্শ সুযোগ হতে পারে। কারণ দেখা গিয়েছে, স্বর্ণের দাম পতনের পর সবসময়ই ঘুরে দাঁড়িয়েছে।
advertisement
4/6
আবহাওয়া ও বৈশ্বিক অর্থনীতির পরিবর্তন, ডলার সূচক, এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতি—এই সব কিছুর ওপর নির্ভর করছে পরবর্তী কয়েক সপ্তাহের দাম। বিশেষজ্ঞরা মনে করছেন, নভেম্বরের শেষের দিকে আবার সোনার দামে ঊর্ধ্বগতি দেখা যেতে পারে।
advertisement
5/6
বৃহস্পতিবার ৩০ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৩৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৩৪০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৬৯৫৪ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
More Drop In Gold Price: হু হু করে কমছে সোনার দাম ! আজ জেনে নিন ১ গ্রাম সোনা কতটা সস্তা হল