Gold Price Today: বছরের শেষের বড় ধামাকা! কলকাতায় ১১ হাজার টাকা সস্তা সোনার দাম
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Gold Price Today|22 Carat Gold Price|24 carat Gold Price|Business: সপ্তাহের দ্বিতীয় দিনে সোনার দামে জোরদার পতন শহর কলকাতায়
advertisement
1/6

কলকাতায় সোনার দামে (Gold Price Today) রীতিমত পতন এসেছে ৷ প্রতি গ্রামে আরও সস্তা হয়েছে সোনা (Gold Price Today) ৷ ২২ ও ২৪ ক্যারাট সোনার ক্ষেত্রে এসেছে বড়সড় পতন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/6
কলকাতায় সোনার দাম (Kolkata Gold Price Today) পাল্লা দিয়ে কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/6
কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,৭৪৫ (কমেছে ৫০ টাকা), ৮ গ্রাম সোনার দাম ৩৭,৯৬০ টাকা (কমেছে ৪০০ টাকা), ১০ গ্রামের দাম ৪৭,৪৫০ টাকা (কমেছে ৫০০ টাকা), ১০০ গ্রামের দাম ৪,৭৪,৫০০ টাকা (কমেছে ৫,০০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/6
২২ ক্যারাটের মতই ২৪ ক্যারাট সোনার গ্রাম (22 Carat Gold Price) প্রতি আগের থেকে আরও সস্তা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/6
কলকাতায় ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম (24 Carat Gold Price Today) ৫,০১৫ টাকা (কমেছে ৫০ টাকা), ৮ গ্রামের দাম ৪০,১২০ টাকা (কমেছে ৪০০ টাকা), ১০ গ্রামের দাম ৫০,১৫০ টাকা (কমেছে ৫০০ টাকা), ১০০ গ্রামের দাম ৫,০১,৫০০ টাকা (কমেছে ৫,০০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/6
বছরের শেষের দিকে অন্যতম বড় ধামাকা! কলকাতায় সোনার দাম (Kolkata Gold Price Today) ২২ ও ২৪ ক্যারাটের ক্ষেত্রে ১১,০০০ টাকা কমেছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: বছরের শেষের বড় ধামাকা! কলকাতায় ১১ হাজার টাকা সস্তা সোনার দাম