Latest Gold Price: আজ সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Latest Gold Price: সোমবার আপনার শহরে সোনার দাম বাড়ল না কমল ? দেখে নিন ১ গ্রামের লেটেস্ট দাম ৷
advertisement
1/5

ভারতে সোনার দাম আজও সাধারণভাবে স্থিতিশীল রয়েছে। গত কয়েকদিনের মতোই সোমবার ২২ ক্যারেট এবং ২৪ ক্যারেট সোনার দামে বড় কোনও পরিবর্তন দেখা যায়নি। আন্তর্জাতিক বাজারের প্রভাব, ডলারের দর এবং আমদানি শুল্কের ওঠানামার ফলে দেশের বাজারেও সোনার দামে কিছুটা স্থিতিশীলতা বজায় আছে।
advertisement
2/5
মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্তের ফলে বিশ্ববাজারে সোনার দামে খুব একটা ওঠানামা দেখা যায়নি। ডলারের মান কিছুটা বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা সোনায় নতুন করে বড় বিনিয়োগ করেননি, ফলে দামও প্রায় অপরিবর্তিত রয়েছে।
advertisement
3/5
দীপাবলি ও ধনতেরস উৎসবের পর জুয়েলারি কেনাকাটায় সামান্য মন্দা দেখা দিয়েছে। এর প্রভাবও সোনার দামে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক সপ্তাহে সোনার দাম সামান্য বাড়তে পারে, কারণ বৈশ্বিক বাজারে আবারও অনিশ্চয়তা বাড়ছে। পাশাপাশি, বছরের শেষ দিকে বিয়ের মরশুম শুরু হলে দেশে সোনার চাহিদা বাড়বে, ফলে দামও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/5
সোমবার ৩ নভেম্বর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৪৭০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৪১৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৯৯৪০ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
5/5
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷