Record Gold Price: সোনার দামে নতুন রেকর্ড, ৩ লাখ ছুঁই ছুঁই রুপোর দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Record Gold and Silver Price: আন্তর্জাতিক বাজারের প্রভাব ও বাড়তি চাহিদার জেরে সোনার দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। একইসঙ্গে রুপোর দামও দ্রুত বেড়ে ৩ লাখ টাকার গণ্ডির কাছাকাছি পৌঁছতে চলেছে।
advertisement
1/9

সোনার বাজারে ফের বড় চমক। আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন, ডলার সূচকের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর লাগাতার সোনা কেনার প্রবণতার জেরে দেশে সোনার দামে তৈরি হয়েছে নতুন রেকর্ড। অন্যদিকে, রুপোর দামও কার্যত দৌড়ের উপর রয়েছে—বাজার বিশেষজ্ঞদের মতে, খুব শীঘ্রই রুপোর দাম ৩ লাখ টাকার গণ্ডি ছুঁতে পারে।
advertisement
2/9
গত কয়েক সপ্তাহ ধরেই সোনার দাম ধাপে ধাপে বাড়ছিল। বিনিয়োগকারীদের মধ্যে নিরাপদ সম্পদ (Safe Haven) হিসেবে সোনার চাহিদা বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দামে। দেশে ২৪ ক্যারাট সোনার দাম প্রতি ১০ গ্রামে সর্বকালের উচ্চতায় পৌঁছেছে। বিভিন্ন শহরে দাম কিছুটা কম-বেশি হলেও সামগ্রিকভাবে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট।
advertisement
3/9
বিশেষজ্ঞদের মতে, সুদের হার নিয়ে অনিশ্চয়তা, ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং শেয়ার বাজারের অস্থিরতার কারণে বহু বিনিয়োগকারী ফের সোনার দিকে ঝুঁকছেন। এর ফলে চাহিদা বাড়ছে এবং দামও দ্রুত বাড়ছে।
advertisement
4/9
৩ লাখ ছুঁই ছুঁই রুপোর দাম-সোনার পাশাপাশি রুপোর বাজারেও উত্তেজনা কম নয়। শিল্পক্ষেত্রে রুপোর ব্যবহার বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আগ্রহও বেড়েছে। ফলত, রুপোর দাম প্রতি কেজিতে দ্রুত বাড়ছে। বাজার সূত্রের খবর, বর্তমান গতি বজায় থাকলে খুব অল্প সময়ের মধ্যেই রুপোর দাম ৩ লাখ টাকা পেরিয়ে যেতে পারে।
advertisement
5/9
বিশেষ করে সৌরবিদ্যুৎ, ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক যান শিল্পে রুপোর চাহিদা বাড়ছে। এই অতিরিক্ত চাহিদাই রুপোর দামে জোরালো সমর্থন দিচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।
advertisement
6/9
বিনিয়োগকারীদের জন্য কী বার্তা?সোনা ও রুপোর এই দ্রুত মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের জন্য যেমন সুযোগ তৈরি করছে, তেমনই সতর্কতার বার্তাও দিচ্ছে। যারা দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য ধাপে ধাপে বিনিয়োগ করা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। অন্যদিকে, স্বল্পমেয়াদি লাভের আশায় বিনিয়োগ করলে ঝুঁকি বাড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের।
advertisement
7/9
সামনে কী হতে পারে?বাজারের বর্তমান পরিস্থিতি বিচার করলে সোনা ও রুপো—দু’টিই আপাতত শক্ত অবস্থানে রয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে বড় কোনও নীতিগত পরিবর্তন বা অর্থনৈতিক পরিস্থিতির বদল হলে দামের গতিপথও পাল্টাতে পারে। তাই বিনিয়োগের আগে বাজারের আপডেট এবং বিশেষজ্ঞদের পরামর্শ মাথায় রাখা জরুরি।
advertisement
8/9
আজ সোনার দাম কত হল ? সোমবার ১৯ জানুয়ারি কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১৩৬৬০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ১১২১৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ২৯৫৪৩৬ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
9/9
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷