Huge Drop In Gold Price: সোনার দামে বড় পতন! দেখে নিন ১ গ্রাম সোনা কতটা সস্তা হল
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Huge Drop In Gold Price: অনেক বিনিয়োগকারীর মতে, দামের এই সাময়িক পতন নতুন বিনিয়োগের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে।
advertisement
1/6

দীর্ঘ সময় ধরে ক্রমাগত বৃদ্ধি দেখা যাওয়ার পর এবার সোনার দামে বড়সড় পতন হয়েছে। দীপাবলির পর থেকেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে ওঠানামা শুরু হয়েছিল, আর তার সরাসরি প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। বুধবার সকালে দেশের বিভিন্ন শহরে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে।
advertisement
2/6
বাজার বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক দিনে যদি ডলারের দাম আরও বাড়ে, তবে সোনার দাম কিছুটা নিচে নামতে পারে। তবে বিয়ের মরশুমে ফের চাহিদা বাড়লে দাম দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।
advertisement
3/6
অনেক বিনিয়োগকারীর মতে, দামের এই সাময়িক পতন নতুন বিনিয়োগের জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। দীর্ঘমেয়াদে সোনা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে প্রমাণিত হয়েছে।
advertisement
4/6
বর্তমানে সোনার বাজারে অস্থিরতা থাকলেও, বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই। যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য এটি হতে পারে একদম সঠিক সময়।
advertisement
5/6
বুধবার ২৯ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৩১০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯২৮৫ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৪৭০৩৮ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Huge Drop In Gold Price: সোনার দামে বড় পতন! দেখে নিন ১ গ্রাম সোনা কতটা সস্তা হল