TRENDING:

Gold : ঘরে এর থেকে বেশি সোনা রাখলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে, তাই আগেভাগে জেনে রাখুন সোনা রাখার সর্বোচ্চ সীমা

Last Updated:
Gold Jewellery: এখানেই শেষ নয়, অনেকে আবার নিজেদের বাড়িতে সোনা রাখতে পছন্দ করেন। কিন্তু মূল্যবান ধাতু সোনা ঘরে রাখার ক্ষেত্রে সরকারের তৈরি কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।
advertisement
1/6
ঘরে এর থেকে বেশি সোনা রাখলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে !
মূল্যবান ধাতুগুলির মধ্যে অন্যতম হল সোনা। যার দাম সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আসলে ভারতে কোনও উৎসব-পার্বণে সোনা কেনাকে অত্যন্ত শুভ বলেও গণ্য করা হয়। ফলে বিবাহ হোক কিংবা পুজো- যে কোনও অনুষ্ঠানে ভারতীয়রা গয়না কিংবা কয়েনের আকারে সোনা কিনে থাকেন। এখানেই শেষ নয়, অনেকে আবার নিজেদের বাড়িতে সোনা রাখতে পছন্দ করেন। কিন্তু মূল্যবান ধাতু সোনা ঘরে রাখার ক্ষেত্রে সরকারের তৈরি কিছু নিয়ম মেনে চলা আবশ্যক।
advertisement
2/6
২০২২ সালে সোনা আমদানির ক্ষেত্রে বিশ্বে চতুর্থ স্থানে ছিল ভারত। কিন্তু একজন ভারতীয় আইন অনুযায়ী কত পরিমাণ সোনা নিজের কাছে রাখতে পারেন, সেটাই আজকের প্রতিবেদন থেকে জেনে নেওয়া যাক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)-র নিয়মের মধ্যে অন্যতম হল- সোনার গয়না অথবা সোনা রাখার নির্দিষ্ট সীমার মধ্যে যদি তা রাখা হয়, তাহলে বাড়িতে তল্লাশি অভিযানের সময় সেটা বাজেয়াপ্ত করা যাবে না।
advertisement
3/6
নিয়ম থেকে জানা যাচ্ছে যে, এক জন বিবাহিত মহিলা ৫০০ গ্রাম পর্যন্ত সোনা বাড়িতে মজুত রাখতে পারেন। অবিবাহিত কোনও মহিলা আবার ঘরে ২৫০ গ্রাম সোনা রাখতে পারেন। আর পরিবারের বিবাহিত এবং অবিবাহিত পুরুষ সদস্যদের জন্য সোনা রাখার এই সীমা ১০০ গ্রাম।
advertisement
4/6
এখানেই শেষ নয়, ওই নিয়মে আরও বলা হয়েছে, এই সীমা মেনে সোনা বাড়িতে মজুত রাখা হলে তা বাজেয়াপ্ত করতে পারবে না আয়কর বিভাগ বা ইডি। অর্থাৎ যে কোনও সীমায় বৈধ ভাবে রাখা সোনা একেবারেই সুরক্ষিত। অর্থাৎ আয়ের ব্যাখ্যাকৃত উৎসের মাধ্যমে সোনা কেনা হলে তা সংরক্ষণ করার ক্ষেত্রে কোনও সীমা-পরিসীমা থাকে না।
advertisement
5/6
এটাও মনে রাখতে হবে যে, সোনা মজুত রাখার ক্ষেত্রে কোনও কর না-ও লাগতে পারে। আবার যদি কোনও এক জন ব্যক্তি যদি কৃষিকাজের মাধ্যমে হওয়া আয়ের মতো ছাড়প্রাপ্ত আয় দিয়ে সোনা কেনেন, তা-হলে সেটা করের অধীনে পড়বে না। অন্যদিকে আবার যুক্তিসঙ্গত ঘরোয়া সঞ্চয় থেকে ক্রয় করা সোনা কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সোনাও করের আওতায় আসবে না। আর বৈধ আয়ের নথি থাকলে সোনা কেনার ক্ষেত্রে কোনও সীমা থাকে না।
advertisement
6/6
আবার সোনা বিক্রয়ের ক্ষেত্রে একটি নিয়ম রয়েছে। সেটা হল- সোনা কেনার তিন বছরের মধ্যে বিক্রয় করলে কর হিসেবে ২০ শতাংশ দিতে হয়। আর সেটা কিন্তু আয় হিসেবেই গণ্য হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold : ঘরে এর থেকে বেশি সোনা রাখলে কিন্তু জেল পর্যন্ত হতে পারে, তাই আগেভাগে জেনে রাখুন সোনা রাখার সর্বোচ্চ সীমা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল