GK USD to INR Historical Rate: মার্কিন ডলারের দাম ৮৭ ছুঁইছুঁই, জানেন ১৯৪৭ সালে ডলারের দাম কত ছিল? বিশ্বাসই করতে পারবেন না
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
USD to INR Exchange Rate: ভারতীয় মুদ্রায় ডলারের দাম এখন প্রায় ৮৭ টাকা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কি স্বাধীনতার সময়ে ডলারের দাম কত ছিল?
advertisement
1/6

বিশ্ব জুড়ে ক্রমেই শক্তিশালী হচ্ছে আমেরিকার ডলার। ভারতীয় মুদ্রায় ডলারের দাম এখন প্রায় ৮৭ টাকা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কি স্বাধীনতার সময়ে ডলারের দাম কত ছিল?
advertisement
2/6
বিশ শতকের মাঝের দিক থেকে শেষের দিকে ভারতীয় টাকা যথেষ্ট শক্তিশালী মুদ্রা ছিল। স্বাধীনতার পর থেকে শুরু করে ১৯৬৫ সাল পর্যন্ত ভারতীয় টাকার দাপট বজায় ছিল।
advertisement
3/6
১৯৬৬ সাল থেকে টাকার দাম কিছুটা কমে। ব্যাঙ্ক বাজার নামক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী ১৯৪৭ সালে ১ মার্কিন ডলারের ভারতীয় টাকায় গড় দাম ছিল ৪.১৬ টাকা।
advertisement
4/6
১৯৪৮ এবং ১৯৪৯ সালে টাকা মার্কিন ডলারের তুলনায় আরও কিছুটা শক্তিশালী হয়। ১৯৪৮ সালে ১ ডলারের গড় দাম হয় ৩.৩১ টাকা এবং ১৯৪৯ সালে তার গড় দাম হয় ৩.৬৭ টাকা।
advertisement
5/6
১৯৫০ সাল থেকে টাকার দাম অবশ্য কিছুটা কমে। ১৯৫০ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত টাকার দাম গড়ে ডলারের সাপেক্ষে ছিল ৪ টাকা ৭৬ পয়সা। খুব একটা পরিবর্তন হয়নি।
advertisement
6/6
১৯৬৬ সাল থেকে টাকার দামে প্রথম বড় পতন ঘটে। প্রায় ১ টাকা ৬০ পয়সা কমে যায় টাকার দাম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GK USD to INR Historical Rate: মার্কিন ডলারের দাম ৮৭ ছুঁইছুঁই, জানেন ১৯৪৭ সালে ডলারের দাম কত ছিল? বিশ্বাসই করতে পারবেন না