advertisement
1/4

সম্প্রতি নয়া একটি যোজনা শুরু করা হয়েছে ভারতীয় রেলের তরফে ৷ স্টেশন ও ট্রেনের কামরায় পড়ে থাকা খালি প্লাস্টিকের বোতল থেকে তৈরি হচ্ছে টি-শার্ট ও টুপি ৷ এর জন্য খালি বোতল জমা করার জন্য অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে ৷ প্লাস্টিক বোতল জমা করলে প্রত্যেক বোতলের জন্য দেওয়া হচ্ছে ৫ টাকা ৷ পরিবেশ সুরক্ষিত রাখতে অনেকটাই সাহায্য করবে রেলের এই পদক্ষেপ ৷
advertisement
2/4
এজেন্সির সূত্রের খবর অনুযায়ী, পূর্ভ মধ্য রেলের চার স্টেশন পটনা, রাজেন্দ্রনগর, পটনা সাহিব ও দানাপুরে এর জন্য ভেন্ডিং মেশিন লাগানো হয়েছে ৷ স্টেশনের বোতল ক্রাশর মেশিনের প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে টি-শার্ট ও টুপি ৷
advertisement
3/4
টি-শার্ট তৈরির জন্য মুম্বইয়ের একটি সংস্থার সঙ্গে রেলের চুক্তি হয়েছে ৷ শীঘ্রই প্লাস্টিক দিয়ে তৈরি টি শার্ট বাজারে আসতে চলেছে ৷ রাঁচিতে এই টি-শার্টের প্রদর্শন করা হয়েছিল ৷
advertisement
4/4
যাত্রীদের খালি বোতলের জন্য পাঁচ টাকা করে দেওয়া হবে ৷ রেলের এজেন্সি বায়ো ক্র্যাশেক ভাউচারের রূপে এই টাকা দেওয়া হবে ৷ নির্দিষ্ট কয়েকটি দোকানে এই ভাউচার ব্যবহার করা যাবে ৷ বোতল মেশিনে দেওয়ার সময় আপনার মোবাইল নম্বর দিতে হবে ৷