Gia Goyal: জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের দ্বিতীয় স্ত্রী-র পরিচয় জানেন? তিনি আদতে কোন দেশের নাগরিক
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Gia Goyal second wife of Zomato founder Deepinder Goyal: ভারতে আসার পর থেকেই দীপিন্দরের পাশে থেকেছেন জিয়া। শুধু তা-ই নয়, জোম্যাটোর কাজের সঙ্গেও তিনি সক্রিয় ভাবে যুক্ত।
advertisement
1/8

সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এ উপস্থিত হয়েছিলেন জোম্যাটো-র প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল। সেখানেই দ্বিতীয় স্ত্রী জিয়া গোয়েলের সঙ্গে নিজের সফরের গল্প ভাগ করে নিলেন তিনি। আসলে তাঁদের মিলিয়ে দেওয়ার পিছনে ভাগ্য এবং বন্ধুদের কতটা হাত ছিল, সেই গল্পই খোলাখুলি ভাবে জানালেন দীপিন্দর।
advertisement
2/8
জোম্যাটো প্রতিষ্ঠাতার দ্বিতীয় স্ত্রী: ভারতে আসার পর থেকেই দীপিন্দরের পাশে থেকেছেন জিয়া। শুধু তা-ই নয়, জোম্যাটোর কাজের সঙ্গেও তিনি সক্রিয় ভাবে যুক্ত। এমনকী সাম্প্রতিক সময়ে এক সোশ্যাল এক্সপেরিমেন্টেও অংশগ্রহণ করেছিলেন দীপিন্দর এবং জিয়া। আর এর জন্য ম্যাচিং টি-শার্ট পরে দুজন জোম্যাটো ডেলিভারি এজেন্ট হিসেবে খাবার ডেলিভারি করেছিলেন তাঁরা। শহরের গ্রাহকদের সঙ্গে আলাপচারিতাতেও মজতে দেখা গিয়েছিল জিয়া আর দীপিন্দরকে। এর থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল যে, কতটা মাটির মানুষ তাঁরা।
advertisement
3/8
দীপিন্দর আবার নিজেদের সম্পর্কের মজাদার আর অদ্ভুত দিকও তুলে ধরেছেন। এমনকী এ-ও স্বীকার করে নিয়েছেন যে, তিনি জিয়াকে যে রোম্যান্টিক মেসেজ পাঠান, তার থেকে অনুপ্রেরণা নিয়েই তৈরি হয় জোম্যাটোর মজাদার অ্যাপ নোটিফিকেশনগুলি। দীপিন্দরের কথায়, “কখনও কখনও এই নোটিফিকেশনগুলি তো জিয়াকে পাঠানো আমার প্রেমের কথা। আর সেগুলিকে বুদ্ধি করে সাজিয়ে-গুছিয়ে নেয় আমাদের মার্কেটিং টিম।” Photo: greciamunozp/Instagram
advertisement
4/8
চলতি বছরের গোড়ার দিকে দীপিন্দরকে বিয়ে করে ভারতে এসেছেন মেক্সিকোর প্রাক্তন মডেল জিয়া। এই সম্পর্ক দীপিন্দরের জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল। অনন্য সাংস্কৃতিক প্রেক্ষাপটের এক অপূর্ব মিশেল ঘটেছে। Photo: greciamunozp/Instagram
advertisement
5/8
জিয়া গোয়েল কে: জিয়া আগে গ্রেসিয়া মুনোজ নামে পরিচিত ছিলেন। মেক্সিকোর মেয়ে জিয়া অনায়াসে ভারতীয় জীবনযাত্রাকে গ্রহণ করেছেন। তাঁর বিষয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। মেক্সিকোতেই জন্ম এবং বেড়ে ওঠা জিয়ার। কিন্তু ভারতই এখন তাঁর দেশ হয়ে উঠেছে। তাঁর থ্রেডস বায়ো থেকে জানা যাচ্ছে যে, জিয়া একজন টেলিভিশন সঞ্চালক এবং তিনি একটি স্টার্টআপও চালান। যা বিলাসবহুল পণ্যের ব্যবসা করে। Photo: greciamunozp/Instagram
advertisement
6/8
আপাতত লালকেল্লা এবং কুতুব মিনারের মতো কিংবদন্তি স্থান ঘুরে বেড়াচ্ছেন জিয়া। আর নিজের সেই সফরের কথা ইনস্টাগ্রামেও তুলে ধরতে দেখা যায় তাঁকে। আর আগে মডেলিং করলেও এখন আর সেই পেশার সঙ্গে যুক্ত নন জিয়া। এছাড়া দীপিন্দর স্ত্রী হওয়ার এবং ভারতে জীবন কাটানোর অভিজ্ঞতা মাঝেমধ্যেই ভাগ করে নেন তিনি। Photo: greciamunozp/Instagram
advertisement
7/8
দীপিন্দর গোয়েলের প্রথম স্ত্রী: দীপিন্দরের প্রথম স্ত্রীর নাম কাঞ্চন জোশি। তবে এক সাধারণ বন্ধুর মাধ্যমে জিয়ার সঙ্গে তাঁর প্রথম আলাপ। সেই প্রসঙ্গে দীপিন্দর জানান, “দীর্ঘ সময় ধরে আমি সিঙ্গেল ছিলাম। আমার বন্ধুরা হামেশাই আমায় ডেটে পাঠাত আর আমায় থিতু হওয়ার পরামর্শ দিত। একদিন গ্রেসিয়া দিল্লিতে এল। আমার এক বন্ধু ফোন করে বলেন যে, একজন রয়েছেন, যাঁর সঙ্গে তোমার দেখা করা উচিত। ওঁকে দেখলেই বিয়ে করে নিতে ইচ্ছা করবে।” এই বিষয়টা মেনে নিয়েছেন দীপিন্দর। প্রথম দেখাতেই সত্যি সত্যি সেই অনুভূতি হয়েছিল তাঁর। Photo: greciamunozp/Instagram
advertisement
8/8
দীপিন্দরের সাফল্য: পঞ্জাবের ছোট শহর মুক্তসারে জন্ম দীপিন্দরের। তাঁর সফরটা ভীষণ ভাবে অনুপ্রেরণাদায়ক। চণ্ডীগড়ের স্কুলে পড়াশোনা করেছেন। এরপর আইআইটি দিল্লি থেকে স্নাতক হয়েছেন। সেখানেই প্রথম স্ত্রী কাঞ্চন জোশির সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। ২০০৫ সালে Bain & Company-তে নিজের কেরিয়ার শুরু করেছিলেন দীপিন্দর। এরপর কিছু সময় পর উদ্যোগপতি হওয়ার পথে পা বাড়ান তিনি। ২০০৮ সালে Foodiebay.com নামে একটি সংস্থার সহ-প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। যেটা পরবর্তীকালে জোম্যাটো হয়ে যায়। ৪১ বছর বয়সী এখন দীপিন্দর খ্যাতনামা ব্যক্তিত্ব। গুরুগ্রামে থাকেন তিনি। সেই সঙ্গে জোম্যাটোর উন্নতির জয়যাত্রাও অব্যাহত! Photo: greciamunozp/Instagram
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gia Goyal: জোম্যাটোর প্রতিষ্ঠাতা দীপিন্দর গোয়েলের দ্বিতীয় স্ত্রী-র পরিচয় জানেন? তিনি আদতে কোন দেশের নাগরিক