মোদি সরকারের এই বিশেষ বিমা স্কিমে মিলবে ট্রিপল ইনস্যুরেন্স কভার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
advertisement
1/5

advertisement
2/5
বর্তমান সময়ে হেল্থ ইনস্যুরেন্স করা সকলের জন্য অত্যন্ত জরুরি ৷ এর জন্য মোদি সরকার সম্প্রতি একটি বিশেষ স্কিম চালু করেছে যার জন্য খরচা করতে হবে মাত্র ১২ টাকা ৷ মোদি সরকারের এই স্কিমের নাম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ৷ এই যোজনায় ইনভেস্ট করার পর আপনি দুটি নয় ৩টি ইনস্যুরেন্স কভার পেয়ে যাবেন ৷ পেয়ে যাবেন Accidental Death Cover, Disability Cover ও Life Cover ৷ প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা অনুযায়ী আপনি পেয়ে যাবেন Accidental Death Cover, Disability Cover যার জন্য খরচ করতে হবে মাত্র ১২ টাকা ৷
advertisement
3/5
অন্যদিকে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনায় খরচা করতে হবে ৩৩০ টাকা ৷ এখানে আপনি পেয়ে যাবেন লাইফ ইনস্যুরেন্স কভার ৷ এই হিসেবে বছরে আপনাকে দুটি ইনস্যুরেন্সের জন্য ৩৪২ টাকা প্রিমিয়াম দিতে হবে ৷ প্রিমিয়াম জমা করে মোট ৩টি ইনস্যুরেন্স কভার পেয়ে যাবেন ৷
advertisement
4/5
মোদি সরকারের এই স্কিমে ১৮ বছরে থেকে ৫০ বছরের যে কোনও ব্যক্তি এর সুবিধা নিতে পারবেন ৷ এখানে ২ লক্ষ টাকার কভার মিলবে ৷ এই যোজনায় কোনও কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকার ক্লেম করা যাবে ৷
advertisement
5/5
এই যোজনায় বছরের মাঝে আবেদন করার পর অ্যাপ্লিকেশন তারিখের উপর নির্ভর করবে প্রিমিয়াম ৷ প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা অনুযায়ী, জুন, জুলাই ও অগাস্টের জন্য বার্ষিক প্রিমিয়াম ৩৩০ টাকা ৷ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের বার্ষিক প্রিমিয়াম ২৫৮ টাকা ৷ ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের প্রিমিয়াম ১৭২ টাকা ৷ মার্চ, এপ্রিল ও মে মাসের জন্য ৮৬ টাকা ৷ আপনার নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কের ব্রাঞ্চে গিয়ে করাতে পারবেন ৷