বিনামূল্যে তৈরি করুন এই কার্ড, পেয়ে যাবেন ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স
Last Updated:
advertisement
1/5

রুপে কার্ড কেবল এটিএম মেশিন থেকে টাকা তোলার জন্য নয় ৷ বরং এই কার্ড থাকলে আপনাকে বিনামূল্যে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স দেবে সরকার ৷ রুপে কার্ড থাকলে ব্যবহারকারীরা পেয়ে যাবেন অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুললে এই কার্ড আপনি পেয়ে যাবেন ফ্রিতে ৷
advertisement
2/5
রুপে কার্ড হোল্ডারের দুর্ঘটনায় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে পড়লে ইনস্যুরেন্স দেওয়া হবে ৷ এই পলিসিতে রুপে ক্লাসিক কার্ড হোল্ডার্স ১ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পাবেন ৷ প্ল্যাটিনাম কার্ড হোল্ডাররা পেয়ে যাবে ২ লক্ষ টাকার ইনস্যুরেন্স কভার পেয়ে যাবেন ৷
advertisement
3/5
এটি অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স ৷ অথার্ৎ আপনার যদি দুর্ঘটনায় মৃত্যু হয় বা শরীরের কোনও অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় আপনাকে ১ থেকে ২ লক্ষ টাকা পেয়ে যাবেন ৷ দুর্ঘটনা ছাড়া আপনার মৃত্যু হলে এই পলিসির লাভ পাবেন না ৷
advertisement
4/5
১৫ রকমের রুপে কার্ড রয়েছে ৷ এর মধ্যে তিনটি ক্রেডিট কার্ড, ছ’টি ডেবিট কার্ড, একটি গ্লোবাল কার্ড, চারটি প্রিপেড কার্ড ও একটি কনট্যাক্টলেস কার্ড রয়েছে ৷
advertisement
5/5
রুপে কার্ডের জন্য আবেদন করতে হলে রুপের ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মে নিজের সম্বন্ধে ব্যক্তিগত তথ্য ফিল আপ করুন ৷ কীরকমের রুপে কার্ড চান এবং কোন ব্যাঙ্ক থেকে কার্ড করাতে চান সেটি সিলেক্ট করুন ৷